TRENDING:

'একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এমন...' অভিষেকের নতুন 'জিম লুক' নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

Last Updated:

Suvendu Adhikari: শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷ এবার এই ছবিটি নিয়েই মুখ খুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সম্প্রতি রাজ্যের রাজনৈতিক মহলে ঝড় তুলেছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টা স্টোরিতে শেয়ার করা একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে, সাংসদের পরনে জিম ভেস্ট ও শর্টস। দু’হাতে জিম গ্লাভসের ফাঁকে ধরা রয়েছে আই-ফোন। তুলেছেন একটি মিরর-সেলফি। প্রকাশ্যে আসতেই এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি শুরু হয়েছে তুমুল চর্চা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী
advertisement

পেশিবহুল দুই হাত৷ ঘামে ভেজা শরীর বুঝিয়ে দেয় জিমে শরীর চর্চায় ব্যস্ত থাকাকালীন ছবিটি তোলেন তিনি৷ সাধারণত ধোপ দুরস্ত শার্ট, প্যান্ট বা টি-শার্টে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কিন্তু এই ছবিটির সঙ্গে তার মিল খুঁজে পাওয়া মুশকিল। স্বভাবই শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷ এবার এই ছবিটি নিয়েই মুখ খুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: ‘ভাই, অ্যাভারেজ কত দেয়…?’ ট্রেনের লোকো পাইলটকে প্রশ্ন করলেন যাত্রী, উত্তরে ট্রেন চালক যা বললেন মুহূর্তে পায়ের তলা থেকে সরল মাটি!

নাম না করে অভিষেকের ছবি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “রাস্তাঘাটে বাজারে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন মানুষের করুণ অবস্থা। যাঁরা লুক বদল করেছেন, তাদের নয়। পশ্চিমবঙ্গে একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরেন এরকম যুবক বহু রয়েছেন। ডেকে জিজ্ঞেস করুন তাঁদের। রাজ্যে দু কোটি ১৫ লক্ষ বেকার। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয় এসএসসি।”

advertisement

আরও পড়ুন: ১০০০ ফলোয়ার্স হলেই কি মিলতে শুরু করে টাকা…? ‘ফেসবুক’ কী ভাবে মানিটাইজড হয় জানেন? চমকে উঠবেন শুনলেই!

প্রসঙ্গত, SIR নিয়ে দল কতটা প্রস্তুত। কতদূর এগোল প্রস্তুতি, বুঝতেই মঙ্গলবার সকালে সল্টলেক দফতরে বৈঠকে শুভেন্দু অধিকারী। অলিখিত ভাবে এসআইআর ও ভোটার তালিকা নিয়ে দলীয় নেতা কর্মীদের পাঠ দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বি এল এ ২ দের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: নেপালে ভারতের ১০০ টাকার ‘মূল্য’ কত জানেন…? গ্যারান্টি, শুনলেই চমকাবেন ‘উত্তরে’!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরইমধ্যে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৪৫ মিনিট দীর্ঘ বৈঠক সেরেছেন শুভেন্দু অধিকারী। তারপরই আজ, মঙ্গলবার ফের বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটার তালিকা সংক্রান্ত সেসব কাজ কতদূর এগোল তা নিয়ে বৈঠকের পরেই সাংবাদিকদের সামনে নানা বিষয়ে প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এমন...' অভিষেকের নতুন 'জিম লুক' নিয়ে বিস্ফোরক শুভেন্দু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল