পেশিবহুল দুই হাত৷ ঘামে ভেজা শরীর বুঝিয়ে দেয় জিমে শরীর চর্চায় ব্যস্ত থাকাকালীন ছবিটি তোলেন তিনি৷ সাধারণত ধোপ দুরস্ত শার্ট, প্যান্ট বা টি-শার্টে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কিন্তু এই ছবিটির সঙ্গে তার মিল খুঁজে পাওয়া মুশকিল। স্বভাবই শনিবার বার বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷ এবার এই ছবিটি নিয়েই মুখ খুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
নাম না করে অভিষেকের ছবি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “রাস্তাঘাটে বাজারে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন মানুষের করুণ অবস্থা। যাঁরা লুক বদল করেছেন, তাদের নয়। পশ্চিমবঙ্গে একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরেন এরকম যুবক বহু রয়েছেন। ডেকে জিজ্ঞেস করুন তাঁদের। রাজ্যে দু কোটি ১৫ লক্ষ বেকার। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয় এসএসসি।”
প্রসঙ্গত, SIR নিয়ে দল কতটা প্রস্তুত। কতদূর এগোল প্রস্তুতি, বুঝতেই মঙ্গলবার সকালে সল্টলেক দফতরে বৈঠকে শুভেন্দু অধিকারী। অলিখিত ভাবে এসআইআর ও ভোটার তালিকা নিয়ে দলীয় নেতা কর্মীদের পাঠ দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বি এল এ ২ দের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: নেপালে ভারতের ১০০ টাকার ‘মূল্য’ কত জানেন…? গ্যারান্টি, শুনলেই চমকাবেন ‘উত্তরে’!
এরইমধ্যে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৪৫ মিনিট দীর্ঘ বৈঠক সেরেছেন শুভেন্দু অধিকারী। তারপরই আজ, মঙ্গলবার ফের বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটার তালিকা সংক্রান্ত সেসব কাজ কতদূর এগোল তা নিয়ে বৈঠকের পরেই সাংবাদিকদের সামনে নানা বিষয়ে প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারী।