আরও পড়ুন-ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, এর অবস্থান এখন কোথায় ? ঝড়ের নামকরণ কীভাবে, জেনে নিন
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারির বিরুদ্ধে গর্জে উঠে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বিচারপতিকে ভুল বুঝিয়ে উনি আমার রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দিয়ছেন। অতীতেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় আদালতের অনুমতি নিয়েই বাঁকুড়া জেলায় সভা করেছি। আজ বিজেপির বাঁকুড়া জেলার সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি কলকাতায় আসছেন সভা করার অনুমতি চেয়ে মামলা করতে। পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই। আমরা এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চাই। আদালত যেদিন ঠিক করে দেবে আমি সেদিনই কোতুলপুরে সভা করব।’’
advertisement
আরও পড়ুন-গভীর নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে; ভারী বৃষ্টি উপকূলে, বইবে ঝোড়ো হাওয়া
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে রীতিমত সতর্ক করে এদিন বাঁকুড়ার পুলিশ সুপারকে চরম হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘‘লোকসভা ভোটে ওঁকে কি করে গ্যারাজ করতে হয় সেটা শুভেন্দু অধিকারী করে দেখাবে।’’ বলা বাহুল্য, গত ২৬ অক্টোবর কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। কোতুলপুরের বিজেপি বিধায়কের এই শিবির বদলের পরেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে গত ১ নভেম্বর কোতুলপুরের মোহিনীমোহন ময়দানে বিজয়া সম্মিলনীর ডাক দেয় বিজেপি। যে অনুষ্ঠানে থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তবে ওই সম্মেলনের জন্য পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় পরে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। বিজেপির আশা ছিল, শেষ মুহুর্তে হলেও আদালতের তরফে অনুমতি মিলবে। কিন্তু বাঁকুড়া পুলিশের কাছ থেকে ময়দানে প্রবেশ ও বাহিরের একমাত্র পথের যুক্তি শুনে শেষ মুহুর্তে অনুমতির আবেদন বাতিল করে আদালত। যদিও সেদিন শুভেন্দু অধিকারী কোতুলপুরে পৌঁছালেও আদালত যেহেতু অনুমতি দেয়নি তাই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে হাজির না থাকলেও ভার্চুয়ালি বক্তব্য রেখে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ১৭ নভেম্বর তিনি কোতুলপুরে রাজনৈতিক কর্মসূচি পালন করবেন। কিন্তু ফের পুলিশের অনুমতি না মেলায় নির্দিষ্ট কর্মসূচি বাতিল ঘোষণা করে আজ শুক্রবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।