রাজ্যপাল সময় দিলে রবিবার বিকেলেই শুভেন্দু ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে যাবেন। শুধু তাই নয়, আগামী বুধবার রাজভবনের সামনে ধর্নায় বসার ব্যাপারে এখনও অনড় শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ফের কলকাতা পুলিশকে চিঠি দিয়ে অনুমতির বিষয় জানতে চাইবেন শুভেন্দু অধিকারী।
advertisement
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গত বৃহস্পতিবার চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে যেখানে তৃণমূল কংগ্রেস ধর্নায় বসেছিল ঠিক সেই জায়গাতেই বুধবার দুপুর থেকে টানা পাঁচ দিন ধর্নায় বসার অনুমতির আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর চিঠির কোনও জবাব দেওয়া হয়নি। তিনি সোমবার পর্যন্ত অপেক্ষা করবে না হলে মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনারকে ফের চিঠি দিয়ে জানতে চাইবেন তাঁর ধরনায় বসার অনুমতির বিষয়ে পুলিশের কী বক্তব্য, এ কথাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।