বিস্ফোরণকাণ্ডে আজ বিধানসভার অধিবেশনে adjournment motion আনতে চলেছে বিজেপি। প্রসঙ্গত, রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতে বাজি বিস্ফোরণ ইস্যুতে শাসক দল তৃণমূল এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘এগরার ঘটনার পর বেআইনি কারখানা আর থাকবে না বলেই আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। পুরো রাজ্যটাই বেআইনি ভাবে চলছে। বলা হয়েছিল বাজি কারখানার শ্রমিকদের আলাদা কর্ম সংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু কিছুই হয়নি।’ শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিস্ফোরণকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন শুভেন্দু অধিকারী।
advertisement
রবিবার সকাল ১০ টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের নীলগঞ্জ এলাকা৷ ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা বড়ির ছাদও৷ স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয়েছে ১২ জনের দেহ৷ আহত বহু৷ ৩ মহিলা ও ৩ শিশু বারাসত হাসপাতালে চিকিৎসাধীন৷ পাশের বাড়ির চিলেকোঠা থেকে পেয়ারা গাছের ডাল চতুর্দিকে ঝুলছিল ক্ষতবিক্ষত দেহ৷
বারাসতের নীলগঞ্জে সামসুর আলি নামের এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ বাজি কারখানা চালাত সেই কেয়ামত৷ মুর্শিদাবাদের কর্মীদের নিয়ে চলত এই কাজ৷ নিকটবর্তী বাঁশবাগানে বা অন্যত্র বাজি তৈরি করে তা মজুত করা হত সামসুরের বাড়িতে৷