আরও পড়ুন– ইট, সিমেন্ট ছাড়াই তৈরি ইঞ্জিনিয়ার দম্পতির আশ্চর্যবাড়ি! প্রচণ্ড গরমেও লাগে না পাখা
শুভেন্দু অধিকারীর অভিযোগ, শুধুমাত্র মাটিগাড়াতে স্কুলছাত্রীই নয়, একের পর এক মহিলাদের উপর অত্যাচার, নির্যাতন খুনের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু পুলিশ অপরাধীদের বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে নীরব। আর তাতেই অপরাধীরা প্রশ্রয় পেয়ে একের পর এক ঘটনা ঘটানোর সাহস পেয়ে চলেছে। এই ধরনের অপরাধীদের এনকাউন্টার করা উচিত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। মাটিগাড়া ইস্যুতে বৃহস্পতিবার বিধানসভায় ডেপুটি স্পিকারের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সরকার পক্ষের পক্ষ থেকে তাঁর কন্ঠরোধ করা হয়েছে বলেও অভিযোগ শঙ্কর ঘোষের। এরপরই কার্যত ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ছেড়ে বেড়িয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা।
advertisement
আরও পড়ুন– কো-লেন্ডিং ব্যবসায় এবার পা রাখতে চলেছে বন্ধন ব্যাঙ্ক; প্রতিষ্ঠা দিবসেই বড় ঘোষণা
ঘটনার প্রতিবাদ করতে গেলে বিভিন্ন স্তরের মানুষের উপর পুলিশের বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণের অভিযোগেও সরব হন বিজেপি বিধায়করা। এদিন অধিবেশন কক্ষে না থাকলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এসে দলের বিধায়কদের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে শুভেন্দু বলেন, ‘‘অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে রাজ্য। মহিলাদের ওপর যারা ঘৃণ্য অত্যাচার চালাচ্ছে তাদের প্রয়োজনে এনকাউন্টার করা উচিত।’’