TRENDING:

Suvendu Adhikari: 'তেজস্বীর জন্য কোন ওয়াশিং মেশিন ছিল...?' পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার তৃণমূলকে 'বড়' চ্যালেঞ্জ শুভেন্দুর!

Last Updated:

Suvendu Adhikari: নীতিশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, "তেজস্বী যাদবের জন্য কোন ওয়াশিং মেশিন ছিল?" জোট গঠন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, এটা একটা নীতিহীন জোট।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। সোমবারের সাংবাদিক বৈঠকে সরাসরি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা বলেন, " সত্যিকারের মানুষের পঞ্চায়েত গড়তে হলে প্রতীক সরিয়ে ভোট করার ক্ষমতা দেখাক তৃণমূল। মানুষ কাকে বেছে নেবে দেখা যাবে।"
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

নীতিশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, "তেজস্বী যাদবের জন্য কোন ওয়াশিং মেশিন ছিল?" জোট গঠন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, এটা একটা নীতিহীন জোট।" তিনি একইসঙ্গে ২০১৯ এর ব্রিগেড সভার কথা স্মরণ করান এই দিন জোট প্রসঙ্গে।

advertisement

'ইউনাইটেড ইন্ডিয়া'কে 'কোরাপশন ইউনাইটেড ফ্রন্ট' বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "দুর্নীতিগ্রস্থ এই জোটের নেতা মমতা ও কেজরিওয়াল।" এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে, নাম না করে শুভেন্দু বলেন,"লোকসভা ভোট এলে তাঁর প্রধানমন্ত্রী হবার ইচ্ছা হয়।" জোট প্রসঙ্গ তুলে শুভেন্দুর সরাসরি প্রশ্ন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা আগে ঘোষনা করুক বিরোধীরা।

advertisement

আরও পড়ুন: তুমুল বজ্রঝড়...! কাঁপিয়ে বৃষ্টির সতর্কতা! আগামী কয়েক ঘণ্টায় তুলকালাম দক্ষিণবঙ্গের ৫জেলায়

আরও পড়ুন: কাঠফাটা গরমে 'কম্বল' বিক্রি...? বৃদ্ধের কাণ্ডে তোলপাড় নেটপাড়া! কারণ শুনে চক্ষুচড়কগাছ!

প্রসঙ্গত, সোমবার বেলা দুটোর কিছু আগে নবান্নে পৌঁছন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ মমতা নিজে নবান্নের গেটে এসে তাঁদের স্বাগত জানান৷ বৈঠক খুব বেশিক্ষণ না হলেও তার নির্যাস যে লোকসভা নির্বাচনে বিরোধী জোট গঠন নিয়েই ছিল, তা স্পষ্ট করে দেন মমতা এবং নীতীশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

ব্যক্তিগত ইগোর লড়াই নয়, তিনি শুধু চান বিজেপি শূন্যে নেমে আসুক৷ নবান্নে নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় এমনই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিরোধী দলগুলিকে নিয়ে বিহারে একটি ঘরোয়া বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়ার জন্য নীতীশ কুমারকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ নবান্নে এ দিন মমতা-নীতীশ-তেজস্বী বৈঠকের পর ফের একবার ২০২৪-এর নির্বাচনে বিরোধী জোট গঠন নিয়ে রাজনৈতিক মহলে জোরাল চর্চা শুরু হল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'তেজস্বীর জন্য কোন ওয়াশিং মেশিন ছিল...?' পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার তৃণমূলকে 'বড়' চ্যালেঞ্জ শুভেন্দুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল