কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর স্ত্রী এবং বাবা-মাকেও তলব করার প্রেক্ষিতে অক্টোবর মাসের ক্যালেন্ডারের চারটি তারিখ ৬ অক্টোবর, ৭ অক্টোবর, ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর এই চারদিন ‘মা’ ‘বাবা’ ‘কয়লা’ ও ‘নারোলা’ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
advertisement
গরু ও কয়লা পাচার মামলায় এর আগেও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো কর্মসূচি কিম্বা রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে শাসক দলের অবস্থানকে দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্যই বলেও আক্রমণ শানিয়েছে বঙ্গ পদ্ম শিবির।
আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝা…! নিম্নচাপ…! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তোলপাড়? আইএমডি-র বড় আপডেট
রাজভবনের সামনে ১৪৪ ধারা উপেক্ষা করে অভিষেকের নাম না করে তাঁকে ‘জমিদার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শাসক দল রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তার বিষয়টিকেও উপেক্ষা করে রাজভবনের সামনে সস্তার রাজনীতির নাটক করছে বলেও নিজের X হ্যান্ডেলে তোপ দাগেন শুভেন্দু।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী