শুভেন্দুর আরও দাবি, ‘ক’দিন আগে মীনাক্ষীর জ্যাঠামশাই সীতারাম ইয়েচুরি দিল্লিতে তৃণমূলের সঙ্গে বিরিয়ানি খেয়েছে। ৩৪ বছরের ১৫ বছরে ইংরেজি তুলে দিয়েছিল। কম্পিউটার বন্ধ করে দিয়েছিল। ২ লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এক কোটি বেকার রেখে গিয়েছে। সিপিএম চিরকুটে চাকরি দিয়েছে। তৃণমূল তো চাকরি বিক্রি করেছে। রামনবমীর মিছিলে হামলা হলে ইনসাফ যাত্রা হয়? মহম্মদ সেলিম সুজন চক্রবর্তী চুপ করে থাকবেন।’
advertisement
আরও পড়ুন: ওজন কমবে তরতরিয়ে, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! রোজ পাতে রাখুন এই ফল; দারুণ উপকারী
এবার ব্রিগেডের সবুজ গালিচায় শ্বেত পতাকার শক্তি দেখাতে চায় ডিওয়াইএফআই। আর তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে ফেলেছে সিপিএমের যুব সংগঠন। গত ৩ নভেম্বর সংগঠনের ৪৪ তম প্রতিষ্ঠা দিবসের দিন কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। কাজ এবং শিক্ষা-সহ সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাকে সামনে রেখে এই ইনসাফ যাত্রা করেছিল সিপিএমের যুব সংগঠন।
আরও পড়ুন: মাথায় দলা দলা হয়ে শীতে খুশি কেড়ে নিচ্ছে খুশকি? এই ঘরোয়া উপায়েই হবে গায়েব, জানুন
দু’মাস গোটা রাজ্য ঘুরে ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের মাধ্যমে শেষ হবে এই কর্মসূচি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিওয়াইএফআই কর্মীরা। আর কয়েকমাস পড়েই লোকসভা ভোট। তার আগে আটঘাট বেঁধে মাঠে নামার কৌশল নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। সেই লক্ষ্য বুধবার শুরু হয়ে দুদিনের রাজ্য কমিটির বৈঠকে আলোচনাও হয়েছে। লোকসভা ভোটের আগে ডিওয়াইএফআই-এর ‘ইনসাফ যাত্রা’ রাজ্য জুড়ে বাম সংগঠনে নতুন উৎসাহ সঞ্চার করেছে বলে অবশ্য দাবি করেছেন প্রায় সব জেলার নেতারাই।
উজ্জ্বল রায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F