প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটান শুভেন্দু অধিকারী। তা সে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড হোক বা গরু পাচার মামলা, কিম্বা কয়লা কেলেঙ্কারি। সরকারের নানা দুর্নীতি থেকে শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে নানা ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। কখনও তাঁর নিশানায় থাকেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলে কটাক্ষ করে এবার শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন 'চোখের বালি' আমি।'
তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আজ থেকে আমি শত্রু নই। আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন থেকেই ওর টার্গেট ছিলাম'। শুভেন্দু অধিকারীর কনভয়ের যাত্রাপথে তিন তিনবার ট্রাকের ধাক্কা প্রসঙ্গে জিজ্ঞেস করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোর গলায় দাবি করেন,'দলে থাকাকালীন নারদ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছিল। এখন ওদের দলে নেই। তবু আজও টার্গেট আমিই'।
আরও পড়ুন: 'আমিও একজন আইনজীবী...', প্রয়োজনে মামলা লড়তে পারেন, 'বড়' বার্তা দিলেন মমতা
প্রসঙ্গত, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে নারদ কাণ্ডে বারবারই দাবি করা হয় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, ওই কাণ্ডে শুভেন্দু অধিকারী অভিযুক্ত থাকলেও তাঁকে কেন গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েই যখন বারবার প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল ঠিক সেই প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের সামনে নারদ কাণ্ডের মতো বিতর্কিত ঘটনাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ষড়যন্ত্র' বলে ফের একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী