বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে জন বার্লার মিথ্যা অভিযোগ করা নিয়ে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতেই তার আইনজীবী মারফত জন বার্লার ইমেলে আইনজীবী সূর্যনীল দাসের মারফত লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নোটিশে তিনি তার বিরুদ্ধে জন বার্লার করা অভিযোগের প্রমাণ দিতে বলেছেন। নাহলে আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে।
advertisement
সেই সঙ্গে এই ক্ষমাপ্রার্থনা প্রধান ইংরেজি ও বাংলা সংবাদপত্রে এবং যে মিডিয়া চ্যানেলে এই মানহানিকর বক্তব্য প্রচারিত হয়েছে, সেখানে প্রকাশ করতে হবে। এছাড়াও ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্য কোনও রকম মানহানিকর বক্তব্য দেওয়া বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। যদি এই দাবিগুলি পূরণ না হয়, তাহলে তিনি দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন।