TRENDING:

তারিখ বদল শুভেন্দুর, '১৩ জানুয়ারি বড় ডাকাত জেলে যাবেই,'

Last Updated:

বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা একাধিকবার বলেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাজরায় বিজেপির প্রতিবাদ সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা একাধিকবার বলেছিলেন। এদিন ছিল সেই তারিখগুলির মধ্যেই একটা দিন।
advertisement

শুভেন্দু এদিনের সভা থেকে বলেন, ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলে যাবেই। আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলে গেলাম।

শুভেন্দু অধিকারী বলেন, "আজ একসঙ্গে মেঘালয়ে গিয়েছেন। কয়েকদিন আগে আমার বাড়ির ওখানে সভা করতে গেছিলেন। অনেক কথা তিনি বলেছেন। আমাকে বলেছিল আমি নাকি লেজ গুটিয়ে পালিয়েছি। দক্ষিণ কলকাতায় আমাদের একটাও কাউন্সিলর নেই। একটাও বিধায়ক নেই। পুজো কমিটিতেও বিজেপির লোকেদের ঢুকতে দেয় না। ভয় আপনারা পেয়েছেন। তার কারণ পশ্চিমবঙ্গে আপনারা মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় রয়েছেন শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে।"

advertisement

তিনি বলেন, "বিচারব্যবস্থা আছে বলেই আজকে এখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখতে পারছি। সেই বিচারের উপরে আস্থা আমাদের আছে। এই তারিখ হয়তো সিস্টেম অনুযায়ী বা অন্য কোনও কারণে ১৩ জানুয়ারি করা হয়েছে। আমি সকালে মর্নিংওয়াক করতে গিয়ে মিডিয়াতে স্টেটমেন্ট করি না। আমি বিরোধী দলনেতা, লক্ষ্মণ শেঠ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। পশ্চিমবঙ্গের বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভিতরে যাবেই। ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হতে পারে। ১৪ ফেব্রুয়ারি হবে না। এ কথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা এতো মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম।"

advertisement

আরও পড়ুন, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিরোধী দলনেতা আরও বলেন, "ডায়মন্ডহারবারে আমাদের সভা ছিল হাইকোর্টের অনুমতি নিয়ে। সেই সভাতে আপনারা দেখেছেন কীভাবে আক্রমণ করা হয়েছে। এটা দলের কথা নয়, আমার কথা। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি।"

আরও পড়ুন, 'জতুগৃহ' ট্য়াংরা, রাবারের কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুভেন্দু বলেন, "আপনারা জানেন আমি ৩টে তারিখ আপনাদের বলেছিলাম। ১২ তারিখ, ১৪ তারিখ এবং ২১ তারিখ। এই তিন তারিখে সরকার পরিবর্তন হবে একথা বলিনি। তৃণমূলের কাউকে ভাঙিয়ে সরকার করব, এটা আমাদের দল মানে না।"

বাংলা খবর/ খবর/কলকাতা/
তারিখ বদল শুভেন্দুর, '১৩ জানুয়ারি বড় ডাকাত জেলে যাবেই,'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল