মঙ্গলবার সিঙ্গুরে গিয়ে মমতার গলাতেও শোনা গিয়েছে পুরোনো সেই দিনের কথা। মমতা যেদিন সিঙ্গুরে, সেদিনই কলকাতায় কৃষকদের দাবিদাওয়া নিয়ে পথে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনার নানান অভিযোগে কিষান মোর্চার মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত এদিন হয় মিছিল। শুভেন্দুর নজর ছিল সিঙ্গুরে।
আরও পড়ুন- আর ২ দিন পরেই রামনবমী! তৈরি হচ্ছে এক বিরল যোগ! ভাগ্য খুলতে চলেছে এই সব রাশির
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ঘটনাচক্রে আজকে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা ঢপের চপ খাওয়ানোর জন্য ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছেন মুখ্যমন্ত্রী।’’ 'রাস্তাশ্রী' প্রকল্প নিয়ে মমতাকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, ‘‘উনি নারকেল ফাটাচ্ছেন। ঠিকাদারদের বলব রাস্তা নির্মাণের কাজ করবেন না। পঞ্চায়েত ভোটের আগে এ সবই ঢপের চপ। একটা টাকাও পাবেন না।’’
আরও পড়ুন- মাত্র ১ কিলোমিটার দূরত্বেই দু’জনের দুই কর্মসূচি, মধ্য কলকাতার আজ দখল নেবেন মমতা ও অভিষেক
সামনে গ্রামের ভোট। তার আগে কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও স্লোগানে চলল বিজেপির মিছিল। পদ্ম শিবিরের যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচির মূল নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, কৃষক আত্মহত্যা, সারের কালোবাজারির ইস্যু-সহ আগামী দিনে জেলায় জেলায় কৃষক স্বার্থে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন পদ্ম শিবিরের তরফে। সব মিলিয়ে দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তার আগে বিভিন্ন রাজনৈতিক শিবির নিজেদের আন্দোলন কর্মসূচির ঝাঁঝ বাড়াতে এখন কোমর বেঁধে নামছে।