বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের অডিও টেপের পর শুভেন্দু অধিকারী ও বিকাশ মিশ্রের সঙ্গে বৈঠকের নয়া অভিযোগ নিয়ে সোচ্চার হয় শাসকদল। দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘‘কয়লা বা গরু পাচার মানে বিএসএফের দায়িত্ব। এটা রাজ্য পুলিশের ব্যাপার নয়। বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের অডিও ক্লিপ আদালতে দিতে প্রস্তুত তৃণমূল শিবির।’’
advertisement
আরও পড়ুন- হাওড়া স্টেশনে চালু ফুড প্লাজা, সুবিধা যাত্রীদের
তৃণমূল শিবিরের পক্ষ থেকে বলা হয়, গত বছর অর্থাৎ ২০২১ এর ২১ ও ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ছ'টা থেকে সাতটার মধ্যে শুভেন্দুর সঙ্গে বিকাশ মিশ্রের নিজামে মুখোমুখি বৈঠক হয়। সত্যি কিনা জবাব দিন শুভেন্দু অধিকারী। ওই সময়ের টাওয়ার লোকেশন পরীক্ষা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগ প্রসঙ্গেই তাঁর সঙ্গে বিকাশ মিশ্রর বৈঠকের কথা অস্বীকার করলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল নেতৃত্বের প্রশ্ন , অডিও ক্লিপ ইস্যুতে এখনও কেন মানহানির মামলা নয়? শুভেন্দু অধিকারী মানহানির মামলা করুক। আদালতে গিয়ে অডিও ক্লিপ জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করবেন ফরেন্সিক তদন্তেরও। এবার রীতিমতো দিন-ক্ষণ দিয়ে শুভেন্দুকে ফের নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল শিবির।
আরও পড়ুন- টিভির রিমোট নিয়ে বিবাদ, শাশুড়ির হাত কামড়ে দিলেন বউমা! মামলা দায়ের থানায়
যদিও তৃণমূলকে পালটা চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুও। নদিয়ায় একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী শাসক দলের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়ে বলেন, ‘‘আগে ওরা প্রমাণ করুক যে আমার মোবাইল নম্বর থেকে কথা হয়েছে কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে। কারও গলা নকল করে ওরা এসব করতে সিদ্ধহস্ত। আমার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে যথাযথ প্রমাণ দিয়ে ওরা আগে আদালতে যাক। তারপর মানহানি মামলার কথা ভাবব।’’ পাশাপাশি তাঁর সঙ্গে বিকাশ মিশ্রর নিজামে বৈঠক নিয়েও শাসক দলকে একহাত নেন শুভেন্দু।