TRENDING:

শান্তিনিকেতনের অদূরে দাঁড়িয়ে অভিষেকের 'নয়া' নামকরণ শুভেন্দুর মুখে, কী সেই নাম? 

Last Updated:

'কয়লা ভাইপো'র পর 'বাবুসোনা'! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতন’-এর অদূরে হাজরার প্রতিবাদ সভা মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়া নামকরণ করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে উচ্চারণ করলেও তৃণমূল ছাড়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হোক কিংবা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কখনও শোনা যায়নি শুভেন্দু অধিকারীর মুখে। ব্যতিক্রম নয় হাজরাও।
শান্তিনিকেতনের অদূরে দাঁড়িয়ে অভিষেকের 'নয়া' নামকরণ শুভেন্দুর মুখে, কী সেই নাম? 
শান্তিনিকেতনের অদূরে দাঁড়িয়ে অভিষেকের 'নয়া' নামকরণ শুভেন্দুর মুখে, কী সেই নাম? 
advertisement

নাম না করে  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত 'কয়লা ভাইপো' বলেই আক্রমণ করতে দেখা যায় শুভেন্দুকে। তবে সোমবার হাজরায় দক্ষিণ কলকাতা বিজেপি আয়োজিত প্রতিবাদ সভা মঞ্চ থেকে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাবুসোনা' বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- কর্মিসভার সঙ্গে প্রাক বড়দিনের উৎসব, মেঘালয়ে আজ জনসংযোগে মমতা

চলতি মাসের ৩ তারিখ শুভেন্দু অধিকারীর কাঁথির শান্তিকুঞ্জের বাড়ির অদূরে সভা করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমি এখানে সভা করতে এসেছি আর শুভেন্দু অধিকারী লেজ গুটিয়ে পালিয়ে গেলেন।’’ শান্তিনিকেতনের অদূরে হাজরার সভা থেকে অভিষেকের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কটাক্ষের সুরে শুভেন্দু প্রশ্ন তোলেন, ‘‘বাবুসোনা আজ আমি তোমার পাড়ায় এসেছি তুমি কোথায় লেজ গুটিয়ে চলে গেলে? বাবুসোনা কয়লা খায়, বালি খায়, গরু খায়, মদের বোতল থেকে টাকা খায়, আবার ডিয়ার লটারিও খায়। উনি সর্বভুক। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এভাবেই অভিযোগের বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'কয়লা ভাইপো' বলে আক্রমণ করতে শোনা গেছে শুভেন্দুর বক্তব্যে। তবে সোমবার হাজরার প্রতিবাদ সভামঞ্চে বক্তব্য পেশ করার সময় নাম না করলেও শুভেন্দু আকারে ইঙ্গিতে তাঁর নিশানায় যে অভিষেকই তা বুঝিয়ে দিয়ে 'কয়লা ভাইপো'র পরিবর্তে এবার অভিষেককে 'বাবুসোনা' বলে কটাক্ষ করলেন।

advertisement

আরও পড়ুন- বাংলার মতোই মাটি কামড়ে পরে থাকতে হবে, মেঘালয়ে বার্তা তৃণমূলের দলীয় নেতৃত্বের

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কয়েকদিন আগেই একটি রাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দু বলেছিলেন, ‘‘তিনি মনেই করেন না রাজনীতিতে তাঁর প্রতিপক্ষ অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে তাঁর কাছে নাবালক বলে কটাক্ষ করে শুভেন্দু এও বলেছিলেন, ‘‘ছাত্র রাজনীতির মাধ্যমে আমার হাতেখড়ি। আর লড়াই- সংগ্রাম ছাড়া ওর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হঠাৎ আগমন। তাই 'কয়লা ভাইপো'-কে রাজনীতিতে আমার  প্রতিপক্ষই মনে করি না'। আর এবার তৃণমূল কংগ্রেস, সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজরার সভা থেকে তীব্র ভাষায় আক্রমণ শানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারীর নিশানায় ছিলেন 'বাবুসোনা'ও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শান্তিনিকেতনের অদূরে দাঁড়িয়ে অভিষেকের 'নয়া' নামকরণ শুভেন্দুর মুখে, কী সেই নাম? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল