সম্প্রতি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘‘বিহারে কিন্তু ৫২ জন বিএলও এখনও জামিন পাননি৷ আপনাকে কিন্তু জেলে পাঠাতে হবে৷ আর জেলে যাওয়ার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সব আমরা জোগাড় করে দেব৷’’
advertisement
শুভেন্দু অধিকারীর মন্তব্যের সেই ভিডিও রেকর্ড যোগ করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। অভিযোগ পত্রে বলা হয়েছে, এটি ভারতীয় ন্যায়সংহিতার ৩৫১ ধারার অপরাধমূলক হুমকির অন্তর্ভুক্ত৷ তাই তাদের দাবি, আইনত ব্যবস্থা নেওয়া হোক, অভিযোগ পত্রে উল্লেখ।
এদিকে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের করা অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলাশাসককে দ্রুত রিপোর্ট দিতে বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশ। যত দ্রুত সম্ভব পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
সহ প্রতিবেদক সোমরাজ বন্দ্যোপাধ্যায়
