ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যা ইস্যুকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। শস্য ভান্ডার জেলা হিসেবে পরিচিত বর্ধমানই শুধু নয়, আগামিদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে এবার বড় ঘটনার পূর্বাভাস! Google-কে চিঠি দিল সিবিআই! তুমুল চাঞ্চল্য
advertisement
কোথাও বিক্ষোভ প্রতিবাদ, কোথাও পথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করে পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের মন পেতে চাইছে পদ্ম শিবির। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতেই শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশে অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: দুটি মেইল আইডি থেকেই চাকরি কনফার্ম, কারা করেছিল? টেট দুর্নীতিতে বিরাট রহস্য ফাঁস
বিজেপির অভিযোগ, 'কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার কৃষক স্বার্থে অর্থ বরাদ্দ করা হলেও সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। ৭৩ লক্ষ্য নথিভুক্ত কৃষকদের পিএম কিষান মোর্চার আওতায় না এনে ৩১ লক্ষ কৃষককে এর আওতায় এনেছে সরকার'। অবিলম্বে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা লাগু করা সহ কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেকদিন ধরেই সরব শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি। এবার দরজায় যেহেতু কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তাই তার আগে সরকারকে চাপে রাখার পাশাপাশি কৃষক অস্ত্রে শান দিতে চাইছে পদ্ম শিবির বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।