গত ৫ জুলাই রাজ্য সভাপতি হওয়ার পরে মুরলীধর সেন লেনের বিজেপি দফতরে প্রথম সাংবাদিক সম্মেলন করেন শমীক ভট্টাচার্য। সেদিনই দেখা যায় বিজেপির পুরনো রাজ্য দফতরের সদর দরজায় কেবল শমীকের ছবি। এতদিন ৬ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি দফতরে প্রবেশ পথের একপাশে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ছবি। অন্যপাশে ছিল সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর ছবি।
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি বাদ দেওয়া নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। বিতর্কের মাঝে শনিবার দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য দফতর মুরলীধর সেন লেনের অফিসের বাইরে শমীক ভট্টাচার্যের ছবির পাশে ফের টাঙানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছবি । বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতির নির্দেশেই ফের দফতরের সদর দরজায় রাজ্য সভাপতির পাশে লাগানো হয়েছে বিরোধী দলনেতার ছবি । তবে রাজ্য সভাপতি হওয়ার পর থেকে শমীক ভট্টাচার্যের বক্তব্য , ভোট কৌশলের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং আগামীর নির্বাচনের রণকৌশলের যে আড়াআড়ি বিভাজন প্রকাশ্যে এসেছে, ছবি যুক্ত করায় সেই বিতর্কে কতখানি প্রলেপ দেয় সেটাই দেখার।
