এসআইআর ইস্যু নিয়ে তৃণমূল নেতাদের আক্রমণের জবাবে সরাসরি পাল্টা আক্রমণে BJP নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০০২ সালে ‘ওনার ভোটার লিস্টে’ নাম ছিল—এবং CAA বা অন্যান্য কোনও ষড়যন্ত্রের গল্পগুলো মিথ্যাচার মাত্র”। শুভেন্দু আশঙ্কা উড়িয়ে দিয়ে সতর্ক করে বলেন, “এসআইআর করাতে দেব না বলে যারা বলছিল, পিসি-ভাইপো—এরা দু’জনেই এমন কথা বলছে। এসআইআর চালু হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে।”
advertisement
আরও পড়ুন: ২০২৬-এ বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে? নিউজ১৮-এ ঘোষণা করে দিলেন অমিত শাহ
BLO-দের রাজনৈতিক প্রভাবের কাছে নতিস্বীকার না করে নির্বাচন কমিশনের নির্দেশ মানার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, বিহারে ৫২ জন বিএলও এখনও জেলে আছেন। এটাকে উদাহরণ হিসেবে তুলে ধরে এই রাজ্যের বিএলওদের সতর্ক করেন তিনি। “আপনারা যতই প্রভাব দেখান না কেন, আমরা আছি। বিএলওরা যদি কেউ নির্বাচন কমিশনের নির্দেশ না মানেন, তাঁদের পরিণতিও বিহারের বিএলওদের মতোই হবে,” বলেন শুভেন্দু।
আরও পড়ুন: এসআইআর কী ভাবে হবে? ১৬ দফা গাইডলাইন জারি করল নির্বাচন কমিশন! না জানলেই চরম বিপদ
বিএলওদের সতর্ক করে শুভেন্দু অধিকারী আরও বলেন, “বিএলওরা কোনও পার্টি বা কোনও দাদা-দিদির কথা শুনবেন না, নির্বাচন কমিশনের কথা মানবেন। কমিশনের নির্দেশ না মানলে ফল আপনি দেখবেন। আপনার মনে হতে পারে বিহারের পুলিশ নীতীশ কুমারের নিয়ন্ত্রণে ছিল, তাই BLO-রা জেলে গেছেন—কিন্তু এখানকার পুলিশও বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি তারা না নেয়, আমরা সর্বভারতীয় রাজনৈতিক দলের ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা করব।”
