মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে তীব্র নিশানা করে শুভেন্দু অধিকারী রবিবার এও বলেন,’যারা ১ হাজার টাকার লোভে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন তাঁরা তাঁদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। যেভাবে মহিলারা নৃশংসভাবে বলি হচ্ছেন এ রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের সমস্ত মহিলাদের বলব চলুন একদিন নবান্ন এবং কালীঘাট।’ এদিন অর্জুন সিং, তাপস রায় এবং দলীয় প্রার্থী ও অন্যান্য নেতৃত্বকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, আগামী ১৩ ই নভেম্বর নৈহাটি বিধানসভা-সহ যে ৬ কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তাতে শাসক দলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।
advertisement
আরও পড়ুন: ভাঙবে সব রেকর্ড…? কনকনে ঠান্ডার কামড় কবে শুরু? শীত নিয়ে ‘নতুন’ আপডেট দিয়ে দিল আইএমডি
নারী সুরক্ষা ইস্যুতে রাজ্যের বর্তমান যা পরিস্থিতি এরপরও যদি নৈহাটির মানুষ মনে করেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই ভোট দেবেন তাহলে তাঁরা দিতে পারেন, কিন্তু বিজেপি দাঁতে দাঁত চেপে সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করবে। এই উপনির্বাচনে যাঁরা বিজেপি করেন না তাদেরও বলব, আপনারা যে- ভাবে আরজি কর ইস্যুকে সামনে রেখে রাত জাগা কর্মসূচি-সহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন তাঁরা ডাক দিন, এই ভোটে ‘নো ভোট টু মমতা।’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী