পুলিশের তরফে যাঁদেরকে নোটিস দেওয়া হচ্ছে, তাঁরা যদি চান তাহলে তাঁদের নাম পরিচয়-সহ সেই নোটিসের নথি তাঁর নির্দিষ্ট ইমেল আইডি adhikarisuvenduwb1@gmail.com-এ পাঠানোর আবেদন জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন, ‘‘গণতন্ত্রের মেরুদণ্ডই হল স্বাধীন মতামত পেশ করা। যা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর।’’
advertisement
পুলিশ সরকার ও প্রশাসনকে নিশানা করে শুভেন্দু জানালেন, নির্দিষ্ট ইমেল আইডিতে তথ্য সরবরাহ করা হলেই তাঁর আইনি পরামর্শ দল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যাঁরা লালবাজারের তলবের মুখে পড়েছেন সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আইনি সাহায্য প্রদান করবে।
শুভেন্দুর দাবি, ‘‘বিভিন্ন মাধ্যম থেকে আমি খবর পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আরজি কর হাসপাতালের ডাক্তার বোনটির উপর পাশবিক অত্যাচার এবং তাঁকে নৃশংস ভাবে খুনের প্রতিবাদে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের সমালোচনা মূলক পোস্ট করার জন্য রাজ্যে এবং রাজ্যের বাইরের বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৪ এর ১৬৮ নং ধারায় নোটিস দেওয়া হচ্ছে, পোস্ট মুছে দিতে জোর করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।’’
শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘আমি বিশ্বাস করি গণতন্ত্রে যে কোনও অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে, আমাদের দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। কিন্তু প্রতিবাদের ভাষা যদি অশ্লীল না হয় শুধু মাত্র প্রতিবাদ ও সমালোচনা করার উদ্দেশ্যে আপনাদের মতামত সমাজমাধ্যমে পোস্ট করার জন্য আপনাদের যদি পুলিশের হয়রানির শিকার হতে হয় তাহলে নিখরচায় আমার আইনজীবীদের মারফত আইনি সাহায্য দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি।’’