শুভেন্দুর সংযোজন, ”কলকাতা পুলিশের তরফ থেকে হাই পাওয়ার সিসিটিভি এবং দুজন আর্মস সিকিউরিটি দেওয়া হয়েছে। দুই ডিরেক্টর নিজেদের বাড়ি না থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন। মুখ্যমন্ত্রী তাঁর নিজের বাড়িতে যে সিকিউরিটি পান, তাঁর আত্মীয়রা এবার থেকে সেই সিকিউরিটি পাবেন। সেই সিদ্ধান্ত হয়েছে।” এছাড়াও নানা বিষয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: ভাইরাল হওয়া ছবি আদৌ কি মুকুল রায়ের? বাড়ি গেলেন পার্থ ভৌমিক, তারপর যা বললেন…
advertisement
বাকিবুরের সম্পত্তি:
এদের সব সেম মডেল।পার্থ-অর্পিতা, বালু-বাকিবুর সকলের এক। দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে বিলাসবহুল চারটি হোটেল রয়েছে। হোটেলের নাম, ছবি এবং লিজ হোল্ডারদের নাম প্রকাশ করে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: ছিল না কোনও ড্রাই ডে, পুজোতে মদে রেকর্ড আয় রাজ্যের! অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে
জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাকে ED-তে:
পাবলিক সার্ভিস কমিশন লুট করেছে। পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার ছিলেন দেবপ্রিয় মল্লিক। লুঠের মাস্টার। স্বাভাবিকভাবে উনি পিএসসি স্ক্যামের সঙ্গে যুক্ত।
খাদ্য ভবন অভিযান:
পটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন, সেই বিরিয়ানির ঢেঁকুর তুলতে যাচ্ছেন, তারা আজ খাদ্য ভবনে।