TRENDING:

Suvendu Adhikari: '৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না...!' পঞ্চায়েতে 'বাহিনী' নিয়ে বিরাট 'দাবি' শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari On Panchayat Election 2023: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন, '২০১৩ সালের পঞ্চায়েত ভোটের থেকে এবারে কয়েক হাজার বুথ বেড়ে ৬১ হাজার হয়েছে। ২০১৩ সালের পঞ্চায়েত ভোট প্রথমে তিন দফা ছিল, তারপরে ওটা বেড়ে পাঁচ দফায় ভোট হয়েছিল। সে ক্ষেত্রে বাহিনী ব্যবহারে সময় পাওয়া গিয়েছিল'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী চাই বলে জোরালো দাবি জানালেন শুভেন্দু অধিকারী। ‘৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না। আমি কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন সে ব্যাপারে কিছু বলছি না। আমাদের দাবি, ১০০% বুথ কেন্দ্রীয় বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে’।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
advertisement

রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী চেয়ে চিঠি দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন, ‘২০১৩ সালের পঞ্চায়েত ভোটের থেকে এবারে কয়েক হাজার বুথ বেড়ে ৬১ হাজার হয়েছে। ২০১৩ সালের পঞ্চায়েত ভোট প্রথমে তিন দফা ছিল, তারপরে ওটা বেড়ে পাঁচ দফায় ভোট হয়েছিল। সে ক্ষেত্রে বাহিনী ব্যবহারে সময় পাওয়া গিয়েছিল’। কিন্তু এবার যেহেতু এক দফায় ভোট তাই রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যে পরিমাণ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছে তা পর্যাপ্ত নয় বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী।

advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, ‘রাজ্যের সমস্ত বুথে আধা সামরিক বাহিনী মোতায়েন করার পাশাপাশি সমস্ত সেক্টর অফিস কেন্দ্রীয় বাহিনী দিয়ে মনিটরিং করতে হবে। কুইক রেসপন্স টিম যেটা থাকে সেটাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিচালিত করতে হবে।

আরও পড়ুন: আচমকা ‘শ্যুটআউট’! পুরুলিয়ায় খুন তৃণমূল নেতা! গুলিতে জখম দেহরক্ষীও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভোট লুট, রাজনৈতিক হিংসা, শাসকদলের বাইক বাহিনীর তাণ্ডব, রক্তপাত ঠেকাতে প্রতিটি থানাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও রাখতে হবে’। ‘আমার বিশ্বাস, গণতন্ত্রকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জন্য বিচারব্যবস্থার নজরদারিতে যেভাবে পঞ্চায়েত ভোট পর্ব চলছে তাতে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিতেও আদালত যথাযথ ভূমিকা পালন করবে’। এই মন্তব্যও করেন বিরোধী দলনেতা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: '৮০০ কোম্পানি দিয়ে কিছু হবে না...!' পঞ্চায়েতে 'বাহিনী' নিয়ে বিরাট 'দাবি' শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল