TRENDING:

'টাইম হো গ্যায়া'... নবান্নের ১৪ তলায় মমতা-শাহ 'একান্ত' বৈঠক নিয়ে কোন 'ইঙ্গিত' শুভেন্দুর?

Last Updated:

Suvendu Adhikari || Mamata Amit Shah meeting: নবান্নে শনিবার ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রায় ১০ থেকে ১৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নবান্নে শনিবার ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রায় ১০ থেকে ১৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর এই 'একান্ত' বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার উসকে দিয়েছেন রাজনীতির পারদ।
মমতা-শাহ বৈঠক প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
মমতা-শাহ বৈঠক প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
advertisement

শুভেন্দু অধিকারী মমতার এই শাহী বৈঠক প্রসঙ্গে বলেন, 'ওনাকে চা খেতে ডেকেছিলেন, নাকি নিজের চেম্বার দেখাতে ডেকেছিলেন, নাকি কোনও কড়া বার্তা, না অন্য কোনও বিষয় সেটা বলতে পারব না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহর বৈঠক নিয়ে উৎসাহিত হওয়ার কিছু নেই।'

আরও পড়ুন: ১০ ডিগ্রির নিচে পারদ! কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যের এই পাঁচ জেলা! বাকি জেলায় শীত কেমন? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

advertisement

এখানেই শেষ নয়। জল্পনা জিগিয়ে রেখে এদিন শুভেন্দু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "গতকাল বিজেপি রাজ্য দফতরে সাংগঠনিক বৈঠকের সময় বৈঠকে কেউ একজন বলেছেন 'টাইম হো গ্যায়া'। কে বলেছেন আমি বলব না। কিন্তু কেউ একজন বলেছেন'। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই ফের জমে উঠেছে রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এই প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা? তাহলে কি গতকালের বৈঠকে এমন মন্তব্য করেছেন খোদ অমিত শাহ? রাজনৈতিক মহলে জোর তরজা শুরু।

advertisement

'টাইম হো গ্যায়া'। এই কথা কি বলেছেন অমিত শাহ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শনিবার দুপুরে ধোঁয়াশা বজায় রেখেই শুভেন্দু বললেন, 'তা আমি বলতে পারব না। কেউ একজন বলেছেন। কিন্তু কে বলেছেন বলতে পারব না'।

আরও পড়ুন: ১০০ দিনের কাজের টাকা থেকে আমফান, ডিভিসি... অমিত শাহের সামনেই বাংলার জন্য সোচ্চার মুখ্যমন্ত্রী!

advertisement

প্রসঙ্গত, সংসদ ভবনে অমিত শাহর ঘরেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজ্য ছাড়ার সময় অমিত শাহ কলকাতা বিমানবন্দরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত আলাপচারিতায় দিল্লিতে তাঁর সঙ্গে মঙ্গলবার বৈঠকে করতে চেয়ে ডাক দিয়েছেন বলেই সূত্রের খবর। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ' আগামী মঙ্গলবার সংসদ ভবনে অমিত শাহজি আমাকে ডেকেছেন। আমার সঙ্গে ৩০ মিনিট তিনি বৈঠক করবেন বলেও জানিয়েছেন'।

advertisement

উল্লেখ্য, আগামিকালই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সোমবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে তাঁর এবং সুকান্ত মজুমদারের বৈঠক রয়েছে। এই বৈঠকে মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে যে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ হামেশাই করে থাকেন শুভেন্দু -সুকান্তরা, সেই নালিশ নথি-সহ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তাঁরা জানাবেন বলে সূত্রের খবর। অন্যদিকে পঞ্চায়েত এবং আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সোমবারই সন্ধ্যায় দিল্লিতে বঙ্গ বিজেপির যে মেগা সাংগঠনিক বৈঠক, যেখানে দলের সাংসদ এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন সেই বৈঠকেও হাজির থাকবেন শুভেন্দু অধিকারী।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঠিক তার পরদিনই মঙ্গলবার বেলা বারোটায় অমিত শাহর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। মূলত রাজ্যের আইন-শৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। একদিকে কলকাতা ছাড়ার সময়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিজে দিল্লিতে শুভেন্দুকে বৈঠক বসার ডাক, অন্যদিকে শনিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের পরপরই এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
'টাইম হো গ্যায়া'... নবান্নের ১৪ তলায় মমতা-শাহ 'একান্ত' বৈঠক নিয়ে কোন 'ইঙ্গিত' শুভেন্দুর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল