১০০ দিনের কাজের টাকা থেকে আমফান, ডিভিসি... অমিত শাহের সামনেই বাংলার জন্য সোচ্চার মুখ্যমন্ত্রী!
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee Amit Shah: 'আমফানের সময় কেন কেন্দ্র আমাদের টাকা দিল না?' কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এই মর্মেও বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা : নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ১০০ দিনের কাজের টাকা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ দিনের কাজের টাকা আমরা কিছুই পাচ্ছি না।" শুধু ১০০ দিনের কাজের টাকাই নয় একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার সমালোচনায় মুখ খোলেন মমতা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই উষ্মা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। এরপরেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "আপনাদের নিয়ম-কানুনে কিছু সমস্যা ছিল তার জন্যই আপনাদের সমস্যা হচ্ছে। মুখ্য সচিব তাতে বলেন, "আমরা সব পাঠিয়ে দিয়েছি আমাদের যা ভুল ত্রুটি ছিল সেগুলো স্পষ্ট করে আমরা পাঠিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর্জি জানিয়ে বলেন, "বিষয়টা আপনারা দেখুন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যে তরফে এ যাবৎ যা যা চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি গুলি তুলে দেন।
advertisement
advertisement
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডিভিসির কর্তাদের বাগবিতণ্ডা বেঁধে যায়। শনিবার পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ডিভিসি আমাদের না জানিয়ে জল ছেড়ে দেয়। পাল্টা ডিভিসি তখন বলে এই রকম হয় না। তখন বৈঠকে উপস্থিত কয়েকজন সচিব ফের সওয়াল করেন, যা কার্যত তর্কাতর্কির রূপ নেয়। ডিভিসি - সিএম তর্কতকি শুরু হয়ে যায়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আপনারা এই সমস্যাগুলো মেটান। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের জেরে ডিভিসি কেন্দ্র ও রাজ্য তিন পক্ষের প্রতিনিধি নিয়ে কমিটি গড়ার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
advertisement
'আমফানের সময় কেন কেন্দ্র আমাদের টাকা দিল না?' কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এই মর্মেও বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'উড়িষ্যায় কিছু হলেই টাকা দিয়ে দেওয়া হয়। অথচ বাংলাকে কেন বঞ্চনা করা হয়? মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তোলার পরপরই বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেন 'আপনাদের তো এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।' তখন মুখ্যমন্ত্রী তার উত্তরে বলেন, 'সেটা তো আমি বলার পর হয়েছে। কিন্তু আমাদের যেটা দাবি সেটা দেওয়া হল না।' মুখ্যমন্ত্রী দাবি করেন বৈঠকে বিপর্যয় নিয়ে একটি কমিটি তৈরি করার। মুখ্যমন্ত্রীর দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন বিপর্যয় মোকাবিলার জন্য একটি কমিটি কেন্দ্র করবে শীঘ্রই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2022 4:08 PM IST