TRENDING:

Suvendu Adhikari || Suman Kanjilal: তাঁর সঙ্গে লাইন দিয়ে যোগাযোগ রাখছেন বহু TMC নেতা, এবার পাল্টা দাবি শুভেন্দুর

Last Updated:

প্রসঙ্গত, এর আগে একাধিক সভামঞ্চ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, কয়েক সেকেন্ডের জন্য দরজা খুললে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি দলটাই উঠে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: তৃণমূলের অনেক নেতাই নাকি লাইন দিয়ে যোগাযোগ করছেন তাঁর সঙ্গে! শুধু তাঁর কাছেই নয়, দল বদল করতে চেয়ে আবেদন যাচ্ছে বিজেপি নেতা মনোজ টিগ্গার কাছেও। সুমন কাঞ্জিলালের বাড়ির অদূরে জনসভা করে বিস্ফোরক দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যদিও, সুমন কাঞ্জিলালের দলত্যাগের অস্বস্তি ঢাকতে শুভেন্দু 'কৌশলী' চাল চালছেন বলে কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
advertisement

রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্য়ামাক স্ট্রিটের অফিসে দেখা গিয়েছিল সুমন কাঞ্জিলালকে। বিজেপি ছেড়ে আলিপুরদুয়ারের বিধায়ক তৃণমূলেই নাম লিখিয়েছেন বলে সূত্রের খবর। শুক্রবার সেই সুমন কাঞ্জিলালের বাড়ির খুব কাছেই একটি জনসভা করে বিজেপি। সেই সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করতে দেখা যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন: 'চার চাকা গাড়ির লোভে তৃণমূলে গেছে'! এবার কাকে নিশানা করলেন শুভেন্দু?

advertisement

সেই সভাতেই শুভেন্দু দাবি করেন, তৃণমূলের অনেক নেতাই নাকি তাঁর এবং তাঁর দলের অনেক নেতাদের সঙ্গে লাইন দিয়ে যোগাযোগ করছেন। শুভেন্দু বলেন, "আমার, মনোজ টিগ্গা-সহ আমাদের নেতাদের ফোনে তৃণমূলের নেতারা লাইন দিয়ে যোগাযোগ করছেন। তাঁরা বলছেন, তৃণমূলকে শেষ করতে হবে।"

যদিও শুভেন্দু জানান, তৃণমূলের নেতাদের দলে টানতে বিন্দুমাত্র আগ্রহী নয় বঙ্গ বিজেপি, বরং, তৃণমূলস্তরের কর্মীদেরই নিজেদের দিকে টানতে চাইছেন তাঁরা। শুভেন্দু বলেন , "আমরা বলে দিয়েছি, নেতাদের নিতে পারব না। আমি তৃণমূল নেতাদের পরামর্শ দিয়ে বলেছি, তৃণমূলে থেকে তৃণমূলকে শেষ করুন। আমরা যাঁরা বুথের কর্মী রয়েছেন, তাঁদের সবাইকে নিয়ে নেব। কিন্তু তৃণমূলের নেতাদের নেব না।"

advertisement

প্রসঙ্গত, এর আগে একাধিক সভামঞ্চ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, কয়েক সেকেন্ডের জন্য দরজা খুললে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি দলটাই উঠে যাবে। একই সুরে কথা বলেছিলেন কুণাল ঘোষ থেকে উদয়ন গুহর মতো শাসকদলের নেতা-মন্ত্রীরা। এবার কি তাহলে তৃণমূলকে পাল্টা চাপে রাখার কৌশল নিলেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

advertisement

আরও পড়ুন: সুমন কাঞ্জিলালের দলত্যাগ পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা! আক্ষেপের সুর পদ্ম শিবিরে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু অভিযোগ তোলেন, "আমাদের MLA, MP-দের এলাকায় উন্নয়ন করার ক্ষেত্রে অসহযোগিতা করে রাজ্য সরকার।" আবাস যোজনা, শৌচালয়, ১০০ দিনের কাজে চুরি, দুর্নীতি সহ নানান প্রকল্পে দুর্নীতি নিয়েও সরব হন বিরোধী দলনেতা। তাঁর দাবি, "আলিপুরদুয়ার জেলায় প্রকৃতি, মা সব দিয়েছে। এটাকে লুট করা হচ্ছে।" এই দাবি করে স্থানীয় নেতৃত্বকে জেলাশাসকের অফিস ঘেরাও করার কথা বলেন শুভেন্দু। বলেন, "আপনারা কর্মসূচি নিন। আমি নেতৃত্ব দেব।" পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে আলিপুরদুয়ার বিধানসভাতেও বাড়ি বাড়ি গিয়ে বুথ চলো অভিযান করার কথা বলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari || Suman Kanjilal: তাঁর সঙ্গে লাইন দিয়ে যোগাযোগ রাখছেন বহু TMC নেতা, এবার পাল্টা দাবি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল