advertisement
রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর দাবি, ' বাজার মূল্যের থেকে অনেক কম দামে আলিপুরের নির্দিষ্ট জমিটি বেসরকারি একটি সংস্থাকে বাণিজ্যিক উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে। আলিপুর গ্রীন সিটি ডেভলপমেন্ট প্রকল্পের আওতাধীন এই জমি হস্তান্তরে কেউ বা কারও মধ্যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে ওই জমিটি বেসরকারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে? কেন সরকার বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে জমিটি হস্তান্তর করল? সেই প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: চায়ের দোকান থেকে হিড়হিড় করে তুলল গাড়িতে, অপরহণ CPIM নেতার! তোলপাড় বাংলা
আরও পড়ুন: নবান্নে ঢুকেই আমচকা এ কোথায় গেলেন মমতা! চরম ক্ষুব্ধ, ফাঁকা চেয়ারেও উষ্মা
রাজ্যপালকে লেখা চিঠিতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ রাজ্য প্রশাসনের শীর্য কর্তাদেরও নাম উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'অবাস্তব অভিযোগ'। 'আপনার ভুল ধারণা ঠিক হয়ে যাবে, একদিন আলিপুরে এসে ঘুরে যান'।