নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন,’রাজ্য সরকার প্রবলভাবে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস বিকৃত করতে। বিজেপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পশ্চিমবঙ্গ গঠন নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকেও উপেক্ষা করা হচ্ছে।’
আরও পড়ুন: রোজ রোজই তো খাচ্ছেন ‘ভাত-ডাল’…! জানেন কোন দেশ থেকে এসেছে এই খাবার? চমকে যাবেন শুনলে
আরও পড়ুন: সরকারি ছুটি…! টানা ৩ দিন বন্ধ স্কুল-কলেজ-অফিস! কবে থেকে ছুটি শুরু? দেখুন তালিকা
advertisement
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকে গরহাজির থেকেছে বিজেপি, কংগ্রেস, সিপিএম। আর সেই প্রস্তাব বিধানসভায় পেশের দিনেই বিরোধিতা করে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তারিখের সন্ধান চলছিল। সম্প্রতি নবান্ন সভাঘরে হওয়া বৈঠকে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য একাধিক দিন উঠে আসে। পশ্চিমবঙ্গ দিবসের দিন পালনের পাশাপাশি কোন গান রাজ্যসঙ্গীত হতে পারে তা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে সরকারি স্তরে। যদিও বিজেপি যে এর তীব্র প্রতিবাদ করবে তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।