রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানালেন, সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার রুল ৫ মোতাবেক যেকোনও সদস্যকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালের অনুমোদিত ব্যক্তি।
advertisement
এই দুই বিধায়কের ক্ষেত্রে সেটা মানা হয়নি। তাই রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আইন অনুযায়ী এখনও এই বিধানসভার সদস্য নন। ফলে তাঁরা অধিবেশন কক্ষে থাকতে পারেন না।
প্রসঙ্গত, দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই মামলায় গত শনিবার ফের আইনি নোটিস পাঠান রাজপাল সিভি আনন্দ বোস। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠান হয়।
দুই বিধায়ক সেদিন জানান, আইনি নোটিসের জবাব আইনি পথেই দেবেন তাঁরা। কিন্তু, রাজ্য বাজেট অধিবেশনের জন্য সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় এলে সৌজন্য দেখাবেন তাঁরা।