আরও পড়ুন– ‘যমরাজ বাইরে অপেক্ষা করছেন’, মেসেজ পড়ে বুক কেঁপে গেল যুবকের, তৎক্ষণাৎ বাতিল করলেন ক্যাব
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘‘আমার নীতিগত লড়াই ছিল, উনি যদি ১৪৪ ধারা অমান্য করে পুলিশের অনুমতিক্রমে পাঁচ দিন ধরে রাজভবনের সামনে বসতে পারেন তাহলে অন্য কেউ নয় কেন? আমার লড়াইটা ছিল এটাই। আদালতের কাছে আমি কৃতজ্ঞ এই কারণেই যে, আজ আমার লড়াইয়ের সিলমোহর দিয়েছে আদালত। আদালতের নির্দেশ মেনে আগামী ১৪ জুলাই ভোট পরবর্তী অশান্তির ঘটনায় অত্যাচারিত এবং শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আমি রাজভবনের সামনে নির্দিষ্ট স্থানে ধর্না অবস্থানে বসব।’’
advertisement
আরও পড়ুন- ফুচকায় ক্যানসার! মিলল মারণ রোগ সৃষ্টিকারী রাসায়নিক, এই ৫ খাবার থেকেও সাবধানে থাকুন
আদালতের নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, ‘‘আদালত যদি আমার আবেদন মেনে এক মিনিট বসার অনুমতি দিতেন তাহলেও জয় হত। কিন্তু আদালত তো আমার প্রতিবাদ জানানোর সময় তার থেকে অনেকক্ষণ বেশি সময় দিয়েছেন। এর জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ।’’ প্রসঙ্গত, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে বুধবার ধরনা কর্মসূচির অনুমতি দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। শুভেন্দু অধিকারীর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রাজভবনের সামনে ধর্না অবস্থান কর্মসূচিতে শেষ পর্যন্ত সবুজ সঙ্কেত মিলল। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিরোধী দলনেতাকে শর্ত সাপেক্ষে রাজভবনের সামনে ধর্না আন্দোলন কর্মসূচি পালন করার অনুমতি দেন।