হাইকোর্টে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে ওই দল (তৃণমূল)? ডিজিকে চিঠি দিয়ে উত্তর পাননি রাজ্যের বিরোধী দলনেতা। তাই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। ৭ জুন মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে।
রাজ্যের জেলায় জেলায় তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুভেন্দুর আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন।
advertisement
আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’ আসলে কী জানেন? কী এমন মিলল? ইডির পদক্ষেপে তোলপাড় বাংলা
মে মাসে ইটাহার এবং ফরাক্কার জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ বিরোধী দলনেতার। শুভেন্দুর আইনজীবীর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না। তাই এমন মামলা।
আরও পড়ুন: সারারাত ধরে এ কী করল SFI! কলকাতায় চমকে দিল বাম ছাত্র সংগঠন
অন্যদিকে গত সপ্তাহে উত্তর দিনাজপুরে তৃণমূলের নবজোয়ার যাত্রার দ্বিতীয় দিনে হেমতাবাদ, রায়গঞ্জে জনসভা শেষে ইটাহারে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েন। তারপর সেখান থেকে চলে যায় মিছিল। এই মিছিল দীর্ঘস্থায়ী ছিল না। তবে জাতীয় সড়কের উপর দিয়েই মিছিল গিয়েছে বলে অভিযোগ শুভেন্দুর।