তার যথাযথ তদন্ত করে ঘটনার আসল কারণ অনুসন্ধান করতেই NIA- কে তদন্তভার দেওয়া উচিত বলে মনে করেন শুভেন্দু অধিকারী। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর তিনদিনের মধ্যেই দু'বার হামলা। প্রথমবার মালদহের পরে দ্বিতীয়বার নিউ জলপাইগুড়ি। বন্দে ভারতকে লক্ষ্য করে দুবার পর পর ইটছোড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন।
advertisement
প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে ক্ষতির শিকার হচ্ছে সরকারি সম্পত্তি? বন্দেভারত এক্সপ্রেসের উপরে ইট ছোড়ার ঘটনায় বুধবার ফের তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: আদিবাসীদের বিক্ষোভ, সকাল থেকে জেলায় জেলায় জাতীয় সড়কে অবরোধ! নাজেহাল সাধারণ মানুষ
শুভেন্দু অধিকারীর মতো তিনিও প্রশ্ন তোলেন, "অনেকেই সন্দেহ করছেন, 'জয় শ্রীরামে'র বদলা হিসেবেই পাথর ছোড়া হচ্ছে না তো?'' এরই মধ্যে আবার এনআইএ নয়, বরং বন্দে ভারত কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।