TRENDING:

Suvendu Adhikari on Fake Vaccination: 'কিছু হয়ে গেলে মোদিজির ভ্যাকসিনের দোষ হত', জাল টিকা কাণ্ডে স্বাস্থ্যভবনে শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari on Fake Vaccination: স্বাস্থ্যভবনে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সাংসদ সুভাষ সরকার, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সহ আরও বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে তিনি হাজির হন স্বাস্থ্যভবনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কসবার ভুয়ো ভ্যাক্সিনেশন সেন্টারের বিষয়টি সামনে আসতেই কোমর বেঁধে ময়দানে নামল বিজেপি। একদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেট চলছে। অপর নেতা সায়ন্তন বসুর দাবি, সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে হবে। এরই মধ্যে স্বাস্থ্যভবনে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের সাংসদ সুভাষ সরকার, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সহ আরও বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে তিনি হাজির হন স্বাস্থ্যভবনে। সেখানে স্বাস্থ্যকর্তাদের কাছে স্মারকলিপি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন তিনি।
advertisement

বিরোধী দলনেতার অভিযোগ, 'এটা বিরাট বড় ষড়যন্ত্র। বৃহৎ কোন এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে হবে। সিবিআই সাংবিধানিক সংস্থা। সিবিআই যোগ্য এই তদন্তের জন্য। জাল টিকা নিয়ে এখনও কেউ মারা যাননি। কিন্তু গেলে তখন বলা হত, মোদিজি যে ভ্যাকসিন পাঠিয়েছেন, তা থেকেই এমন হয়েছে। আমাদের মনে হয়, এটা বড় ষড়যন্ত্র। তাই তদন্ত করতেই হবে।' একইসঙ্গে শাসক দলের নেতানেত্রীদের এই বিষয়ে জড়িয়ে থাকার অভিযোগও তুলেছেন তিনি।

advertisement

এদিন স্বাস্থ্যভবনে যাওয়ার আগে ট্যুইটারেও বিষয়টি নিয়ে সরব হন শুভেন্দু। লেখেন, 'কসবায় জাল টিকা কাণ্ডে ভুয়ো আইএএস অফিসারের ধরা পড়া স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশাকেই সামনে নিয়ে এসেছে। একজন সাংসদ সেখানে টিকা নিয়েছেন, সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায়?'

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

অপরদিকে, তৃণমূলকে তোপ দেগে ফেসবুকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লেখেন, 'এতদিন অন্যান্য বিষয়ে সিন্ডিকেট চলত, এখন ভ্যাকসিনের বিষয়ে সিন্ডিকেট চলছে। এখানে এসএসসি, টেট, সিভিক পুলিশের চাকরির জন্য পয়সা নেওয়া হয়। ভ্যাকসিন পড়ে থাকছে, দেওয়া হচ্ছে না, ইচ্ছাকৃতভাবে ক্রাইসিস তৈরি করা হচ্ছে। হাতবদল হয়ে চড়া দামে বিক্রি হচ্ছে ভ্যাকসিন। এরমধ্যে তৃণমূল নেতাদের হাত রয়েছে। ভুয়ো ভ্যাকসিনের ঘটনা পুরো সাজানো, তৃণমূলের লোক এর সঙ্গে যুক্ত রয়েছে।'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Fake Vaccination: 'কিছু হয়ে গেলে মোদিজির ভ্যাকসিনের দোষ হত', জাল টিকা কাণ্ডে স্বাস্থ্যভবনে শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল