বিরোধী দলনেতার অভিযোগ, 'এটা বিরাট বড় ষড়যন্ত্র। বৃহৎ কোন এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে হবে। সিবিআই সাংবিধানিক সংস্থা। সিবিআই যোগ্য এই তদন্তের জন্য। জাল টিকা নিয়ে এখনও কেউ মারা যাননি। কিন্তু গেলে তখন বলা হত, মোদিজি যে ভ্যাকসিন পাঠিয়েছেন, তা থেকেই এমন হয়েছে। আমাদের মনে হয়, এটা বড় ষড়যন্ত্র। তাই তদন্ত করতেই হবে।' একইসঙ্গে শাসক দলের নেতানেত্রীদের এই বিষয়ে জড়িয়ে থাকার অভিযোগও তুলেছেন তিনি।
advertisement
এদিন স্বাস্থ্যভবনে যাওয়ার আগে ট্যুইটারেও বিষয়টি নিয়ে সরব হন শুভেন্দু। লেখেন, 'কসবায় জাল টিকা কাণ্ডে ভুয়ো আইএএস অফিসারের ধরা পড়া স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশাকেই সামনে নিয়ে এসেছে। একজন সাংসদ সেখানে টিকা নিয়েছেন, সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায়?'
অপরদিকে, তৃণমূলকে তোপ দেগে ফেসবুকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লেখেন, 'এতদিন অন্যান্য বিষয়ে সিন্ডিকেট চলত, এখন ভ্যাকসিনের বিষয়ে সিন্ডিকেট চলছে। এখানে এসএসসি, টেট, সিভিক পুলিশের চাকরির জন্য পয়সা নেওয়া হয়। ভ্যাকসিন পড়ে থাকছে, দেওয়া হচ্ছে না, ইচ্ছাকৃতভাবে ক্রাইসিস তৈরি করা হচ্ছে। হাতবদল হয়ে চড়া দামে বিক্রি হচ্ছে ভ্যাকসিন। এরমধ্যে তৃণমূল নেতাদের হাত রয়েছে। ভুয়ো ভ্যাকসিনের ঘটনা পুরো সাজানো, তৃণমূলের লোক এর সঙ্গে যুক্ত রয়েছে।'
