এদিন শহিদ মিনারের আন্দোলনস্থলে গিয়ে ফের সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভেন্দু৷ পাশাপাশি, প্রস্তাব দিলেন, যে ৫০ হাজার টাকা বর্ধিত বেতন তিনি পাবেন, তা আগামী মাস থেকে ডিএ আন্দোলনকারীদের তহবিলে জমা দেবেন তিনি৷ যতদিন আন্দোলন জারি থাকবে, ততদিন।
আরও পড়ুন: লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল! তবে ২০২৪ নয়, কার্যকর হতে হতে সেই ২০২৯
advertisement
বুধবার বিকেলে যৌথ সংগ্রামী মঞ্চে যান বিরোধী দলনেতা। সেখানেই তাঁদের আন্দোলনের তহবিলে বর্ধিত বেতন দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মতি জানান আন্দোলনকারীরা।
শুভেন্দু বলেন, ‘‘যেখানে কেন্দ্রীয় সরকার নিয়মিত ডিএ দিচ্ছে, সেখানে রাজ্য সরকার দিচ্ছে না৷ ভাতা দিচ্ছে, কিন্তু, ডিএ দিচ্ছে না৷’’
বিরোধী দলনেতার অভিযোগ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ১৮টি আসন খোয়ানোর পর থেকেই ‘দান খয়রাতি’র রাজনীতি করছে তৃণমূল৷ তাঁর কথায়, ‘‘টাকা দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে৷ রাজস্ব লুট হচ্ছে৷ অর্থনৈতিক অবস্থা বেহাল৷’’
পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি করেন তিনি৷
