ত্রিস্তরিয় পঞ্চায়েত ভোটে ত্রিস্তরিয় চুরি হয়েছে বলে দাবি করে এদিন শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মনোনয়নপত্র জমা দেওয়া থেকে ভোট, গণনা, সবেতেই শাসক দল তৃণমূল ও পুলিশ বিজেপিকে বাধা দিয়েছে। ছাপ্পা ভোট থেকে গণনায় কারচুপির অভিযোগেও সরব হন শুভেন্দু অধিকারী। বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পঞ্চায়েতে অশান্তি ইস্যুতে প্রতিবাদ মিছিলের আগে কলেজ স্কোয়ারে এক বিক্ষোভ সমাবেশ থেকে শুভেন্দু অধিকারী চড়া সুরে এও বলেন, ‘‘ত্রিস্তরিয় চুরিতে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাহায্য করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আর বিডিওরা। আমাদের যা সাংগঠনিক শক্তি ছিল তাতে এবারে আমরা ৬০ হাজার প্রার্থী দিতে পারতাম ৷’’
advertisement
আরও পড়ুন– পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের অনুমতিহীন মিছিলে রাজপথে বঙ্গ বিজেপি !
আগামী দিনেও পথে নেমে আন্দোলন করার পাশাপাশি আইনি লড়াই চলবে, এই বক্তব্যের পাশাপাশি শুভেন্দু বলেন, ‘‘আমাদের লক্ষ্য দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল সরকারকে গণতান্ত্রিকভাবে উৎখাত করা। শুধুমাত্র কলকাতায় রাজপথেই মিছিল নয়, আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হবে’। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘নো ভোট টু মমতা’ স্লোগানও ফের এদিন শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করার লড়াইয়ে মানুষ জিতবে বলে মন্তব্য করে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু আরও বলেন, ‘‘দুর্নীতিমুক্ত করে গণতন্ত্র রক্ষা করার লক্ষ্যে বিজেপির লড়াই জারি থাকবে।’’
কলকাতা পুলিশের কাছে বুধবারের বিজেপির প্রতিবাদ মিছিলের অনুমতি চাওয়া হলেও অনুমতি দেয়নি পুলিশ। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বিজেপিকে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পুলিশ যদি আজকে বাধা দিত তাহলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ হত।’’ ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে সভা করা হবে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন কথাও শোনা গেল শুভেন্দুর মুখে।
