শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এ দিনও কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশ হোক বা কেন্দ্রীয় এজেন্সি, যে কেউ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারবে৷
এ দিন শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, গতকাল রাত বারোটার সময় শাহজাহানকে ফলতায় নিয়ে আসা হয়েছে এখন তিনি ফলতায় । লোকাতে চেয়েছে কিন্তু ওদের ঘরেই আমাদের লোক ফাঁস করে দিয়েছেন।
advertisement
আরও পড়ুন: কাঁথি, তমলুকে এবার অধিকারী পরিবার থেকে প্রার্থী কে? বড় চমক দিতে পারে তৃণমূলও
গত সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, সাত দিনের মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে৷ যদিও তার পর দু দিন পেরিয়ে গেলেও ধরা পড়েনি সন্দেশখালির পলাতক তৃণমূল নেতা৷
তবে এ দিন হাইকোর্টে সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, পুলিশ শাহজাহানকে গ্রেফতার করলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকবে৷ এই পরিস্থিতিতে আগামিকাল ফের সন্দেশখালির জেলিয়াখালিতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিন কলকাতা হাইকোর্টই শুভেন্দুকে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে৷