TRENDING:

Suvendu Adhikari on Muslim Votes: 'কোনওদিন বলিনি সংখ্যালঘু ভোট চাই না!' হঠাৎ সুরবদল শুভেন্দুর? কটাক্ষ কুণালের

Last Updated:

রাজ্যে এসআইআর শুরুর আবহের মধ্যেই হঠাৎ সুরবদল বিরোধী দলনেতার গলায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এতদিন রাজ্যে সংখ্যালঘু ভোটারদের ভোট বাদ দিয়েই নিজেদের ভোটের রণকৌশল সাজানোর কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ধর্মীয় রাখঢাক না করেই ধর্মীয় মেরুকরণের কথা বলেছেন তিনি৷ কিন্তু রাজ্যে এসআইআর শুরুর আবহের মধ্যেই হঠাৎ সুরবদল বিরোধী দলনেতার গলায়৷ শুভেন্দু অধিকারী দাবি করলেন, বিজেপি সংখ্যালঘু ভোট চায় না, একথা তিনি কখনও বলেননি৷
শুভেন্দুর সুরবদল, কটাক্ষ কুণালের৷
শুভেন্দুর সুরবদল, কটাক্ষ কুণালের৷
advertisement

রবিবার ভবানীপুরে বিজেপির একটি জনসভায় বিরোধী দলনেতা বলেন, ‘আমি কোনওদিন বলিনি যে আমরা সংখ্যালঘু ভোট চাই না৷ আমি বলেছি আমরা সংখ্যালঘুদের সমর্থন পাই না৷ শুধু তাই নয়, এসআইআর নিয়েও সংখ্যালঘুদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন, এসআইআর মানে এনআরসি নয়৷ আমরা বার বার বলছি, কোনও ভারতীয় মুসলিমের নাম এসআইআর-এ বাদ যাবে না৷ বিহারের মতো এখানেও এসআইআর শেষ হলে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে৷ সেই তালিকা উপর ভিত্তি করেই নির্বাচন হবে৷’

advertisement

যদিও সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দু অধিকারীর বার্তাকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘এখন উনি বুঝতে পারছেন যে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে৷ ফলে এখন এই ধরনের সুরবদল আরও শোনা যাবে৷ এসআইআর নিয়ে বিজেপি মাঝপথে ফেঁসেছে৷ শান্তনু ঠাকুরকে এখন বলতে হচ্ছে এসআইআর-এ নাম বাদ গেলে সিএএ-এর জন্য ক্যাম্প করতে হবে৷ বিজেপি আগুন নিয়ে খেলছে৷ যে পদ্ধতিতে এসআইআর করা হচ্ছে তাতে হিন্দু, মুসলিম সবাই বিপদে পড়বেন৷ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি ভোটার লিস্টে অদল বদল করতে চাইছে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রবিবারও ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ তিনি দাবি করেন, ভবানীপুরে বিজেপি-র টিকিটে যাকেই প্রার্থী করা হবে, তিনিই জিতবেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on Muslim Votes: 'কোনওদিন বলিনি সংখ্যালঘু ভোট চাই না!' হঠাৎ সুরবদল শুভেন্দুর? কটাক্ষ কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল