TRENDING:

Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর

Last Updated:

২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কেন্দ্র থেকেই ভোটে লড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জয় পেয়েছিলেন বিরোধী দলনেতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের থেকেও বেশি ভোটের ব্যবধানে ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন৷ রবিবার এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে বিরোধী দলনেতা কার্যত স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে সম্ভবত ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন তিনি৷ যে কেন্দ্রের বর্তমান বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এবার ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু?
এবার ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু?
advertisement

রবিবার কলকাতায় দুর্গাপুজোর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর প্রতিবাদে খোলা হাওয়া নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী৷ ঘটনাচক্রে এ দিনই উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতিতে রেড দুর্গা পুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরব হন বিরোধী দলনেতা৷ মুখ্যমন্ত্রীকে ‘অমানবিক’ বলেও কটাক্ষ করেন তিনি৷ মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, সোমবার দুপুরের মধ্যেই তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন৷

advertisement

শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি মনোজ পন্থ, রাজীব কুমারদের নিয়ে রেড রোডে বসে আছেন৷ লজ্জা করে না৷ ওঁকে ছাড়ব না৷ নন্দীগ্রামের থেকে বেশি ভোটে ওঁকে ভবানীপুর থেকে হারাবো৷ আগামী বছর বদলাও হবে, বদলও হবে৷’

শুধু তাই নয়, রাজ্যে এসআইআর হলে সেই প্রক্রিয়াকে ভোটের আগে সেমি ফাইনাল হিসেবেও মন্তব্য করেন বিরোধী দলনেতা৷ তিনি দাবি করেন, এসআইআর হলে ভোটার তালিকা থেকে অন্তত ১ কোটি ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে কমিশনকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কেন্দ্র থেকেই ভোটে লড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জয় পেয়েছিলেন বিরোধী দলনেতা৷ এর পর উপনির্বাচনে তাঁর পুরনো কেন্দ্র থেকে ভোটে লড়ে জয় পান মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর একাধিক বার ভবানীপুর থেকেও মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল