গণনা কেন্দ্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা ঢোকার পরেই গণনা শুরু করার দাবি তোলেন বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবার মডেল খোঁচা দিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। গণনা কেন্দ্রের ১ থেকে ২ কিলোমিটার আগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি ও গা-জোয়ারি করে বিরোধী রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের গণনা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু। বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধর করার গুরুতর অভিযোগেও সরব শুভেন্দু অধিকারী।
advertisement
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই অশান্তি শুরু হয়েছে নানা জায়গায়। গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা। ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে বোমাবাজি। বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। গণনা স্থগিতের দাবি শুভেন্দু অধিকারীর।
এরপরই ট্যুইটে শুভেন্দু অধিকারী লেখেন,’গণনার দিনও ডায়মন্ড হারবার মডেল পুরোদমে কার্যকর রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিজেপি সহ বিরোধী প্রার্থী ও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের ভয় দেখাতে বোমাবাজি, মারধর, এমনকি অপহরণ করা হচ্ছে। ফকিরচাঁদ কলেজ, কেশপুর, গলসি, কাটোয়া সহ একাধিক গণনাকেন্দ্রে বিরোধীরা ঢুকতে পারছেন না। নির্বাচন কমিশন অবিলম্বে গণনা বন্ধ করে বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকা নিশ্চিত করুক।’