TRENDING:

অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ

Last Updated:

Suvendu Adhikari: পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে ব্যারিকেড করে পুলিশ, সেটি ভাঙার চেষ্টা করেন বিরোধী দলনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নবান্ন অভিযান দিয়ে শুরু। পর্ব শেষ হবে ২০২৪ এর লোকসভা নির্বাচন পর্ব শেষ করে। সেই লক্ষ্যেই নবান্ন অভিযানকে সফল করতে জোর কদমে নেমেছে বিজেপি শিবির। আর বিজেপির নবান্ন অভিযানে অন্যতম সেনাপতির ভূমিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি থেকে যে মিছিল করে নবান্ন অভিযানে আসবে বিজেপি কর্মীরা, তার নেতৃত্বে থাকার কথা শুভেন্দুর। কিন্তু মঙ্গলবার বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় আটকে দেওয়া হয়েছে শুভেন্দুকে। আর এরপরই চরম ক্ষোভ দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা।
শুভেন্দুকে আটক করল পুলিশ
শুভেন্দুকে আটক করল পুলিশ
advertisement

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে ব্যারিকেড করে পুলিশ, সেটি ভাঙার চেষ্টা করেন বিরোধী দলনেতা। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ''এখনই হাইকোর্টে ফোন করব। মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়। আমি বিরোধী দলনেতা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকানো হচ্ছে। ভয় পেয়েছে মমতা, ক্ষেপে গেছে জনতা।''  এর কিছুক্ষণ পরেই শুভেন্দুকে আটক করে পুলিশ।

advertisement

আরও পড়ুন: রণকৌশল যাঁর, সেই সুনীল বনসলই আসছেন না নবান্ন অভিযানে! বিজেপিতে গুঞ্জন

এদিকে, বিজেপি বিধায়িকাকে নবান্ন অভিযানে যেতে বাধা, প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকদের ক্ষোভ, বিক্ষোভ এবং জাতীয় সড়কে অবস্থান অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা তমলুকের সোনাপেতা টোলপ্লাজা এলাকায়! উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সামনেই মমতা বন্দোপাধ্যায়ের ছবি সহ ব্যানারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। হলদিয়া থেকে কলকাতা যাওয়ার পথে হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডলকে হলদিয়া জাতীয় সড়কে সোনাপেতা টোল পাজার কাছে আটকায় পুলিশ। আর সেখানেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

advertisement

আরও পড়ুন: অবিশ্বাস্য! বিজেপির নবান্ন অভিযান ভোঁতা করতে অভিনব কৌশল, কটাক্ষ বিজেপির

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর জেলা সফরের অভিনন্দন এবং ছবি সহ লেখা হোডিং ছিঁড়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিযানের শুরুতেই বাধায় শুভেন্দু, মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! আটক করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল