শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, কয়লা কাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি শুভেন্দু অধিকারী এও বলেন,'আমার সঙ্গে কোনও কয়লা চোরের যোগাযোগ নেই'। শুভেন্দুর দাবি,'বিনয় মিশ্র-অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ নিয়ে অভিষেককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তদন্তেরও এদিন দাবি জানান বিরোধী দলনেতা। অডিও ক্লিপ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যিনি অভিযোগ সামনে এনেছেন বিষয়টি যথাযথভাবে প্রমাণ করার দায়িত্ব তাঁর।
advertisement
প্রসঙ্গত, শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'ফেরার বিনয় মিশ্রর সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলে শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বাস দেন, মামলাটা তিনি দেখে নেবেন। কয়লা পাচার মামলায় ফেরার অভিযুক্তের সঙ্গে ৮ মাস আগে কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার সিজিও কমপ্লেক্সে ইডি জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ফোনে কেসটা দেখে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর কাছে সেই অডিও ক্লিপ রয়েছে।
আরও পড়ুন : তৃণমূলে নতুন 'লক্ষ্মণ শেঠ' খুঁজে পেলেন শুভেন্দু অধিকারী! অভিষেককে বেনজির আক্রমণ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই অভিযোগ ফের নস্যাৎ করে দিয়ে এবার পাল্টা অভিযোগ শুভেন্দু অধিকারীর। রীতিমত সুর চড়িয়ে বিরোধী দলনেতার দাবি, কী করে ফেরার একজন কয়লা চোরের সঙ্গে এখনও যোগাযোগ রেখে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দেখা উচিত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।