কলকাতা: আদালতের নির্দেশ অমান্য করে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছিল আদালত। হাইকোর্ট বলেছিল, বিধানসভার সেই আইন সবার জন্য সমান। কিন্তু তার পরেও মুখ্যমন্ত্রীকে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করার অনুমতি দিয়েছেন স্পিকার।
advertisement
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী। তাঁর আবেদন, বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক আদালত। বিচারপতি সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 7:04 PM IST