রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে সংবিধান না মেনে সরকার বিভিন্ন কাজ করছে এই বিষয়ে যেমন রাজ্যপালকে নালিশ জানানো হয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে শাসক দলের লাগামছাড়া দুর্নীতির বিষয়েও আমরা রাজ্যপালকে অবগত করা হয়েছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: বন্দে ভারতে হামলার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু, আসল কারণ জানতে NIA তদন্তের দাবি
advertisement
নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিভি আনন্দ বোসের সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। এই সাক্ষাতে মূলত সরকার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বেনিয়ম ও দুর্নীতি নিয়েই বুধবার রাজ্যপালের দ্বারস্থ হন সুকান্ত-শুভেন্দু।
আরও পড়ুন: বড় খবর! বন্দে ভারতের সুরক্ষায় এবার বিশেষ উদ্যোগ, কী করা হবে এবার?
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, এই বিষয়টিও রাজ্যপালের কাছে আজ তুলে ধরেন বঙ্গ বিজেপির দুই প্রথম সারির নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা বলে জানা গেছে।