আর শাসক দল তথা সরকারকে বিঁধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, 'মোটা টাকার বিনিময়ে মেধাকে বিক্রি করা হয়েছে। ৫৮ হাজার শিক্ষক পদে ৪০ হাজার চাকরি কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। বাকিটা পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। যে টাকার সিংহভাগই পৌঁছেছে তৃণমূলের হেডকোয়ার্টারে। এই সরকারকে না তাড়ালে মেধাযুক্ত ও ঘুষমুক্ত কর্মসংস্থানের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেই সমস্যা সমাধানের একটাই পথ ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার ছাড়া স্বচ্ছ কর্মসংস্থান এ রাজ্যে হতে পারে না'।
advertisement
আরও পড়ুন: 'ভাল লাগছে', এক সিদ্ধান্তেই পাল্টে গেল অনুব্রত মণ্ডলের মুড! কী এমন ঘটল?
বলাবাহুল্য, জেলায় জেলায় নয়,ইন্টারভিউ হবে এবার কলকাতাতেই। শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ বদল আনার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া বিভিন্ন জেলার জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষক সংসদের অফিসগুলিতে নেওয়া হত। কিন্তু এবার থেকে সেই নিয়মের বদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতাতেই একাধিক টেবিল করে নেওয়া হবে ইন্টারভিউ। বিভিন্ন জেলায় ডিপিএসসি অফিস গুলিতে ইন্টারভিউ নেওয়ার জেরে বিভিন্ন অভিযোগ সাম্প্রতিক সময়ে উঠেছে। সেই নিয়োগের স্বচ্ছতা আনতেই পর্ষদের তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল বলেই দাবি পর্ষদের আধিকারিকদের।
আরও পড়ুন: নিশানায় বিশ্বভারতীর উপাচার্য, পদত্যাগ দাবি! বড় আন্দোলনের পথে SFI
ইতিমধ্যেই জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, কলকাতাতে কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ।অন্যদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে পর্ষদ। স্বচ্ছতা মেনে মঙ্গলবার প্রথম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ হয়েছে। এদিন ২০০-রও বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেয় পর্ষদ। ।পর্ষদ সূত্রে খবর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ২০১২-২০১৪-২০১৭ টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পেরেছেন। তাদের এই প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হচ্ছে। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন যে, ডিসেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হবে। সেই অনুযায়ী বছর শেষেই সুখবর দিল পর্ষদ। পর্ষদের আধিকারিকদের দাবি, এক মাসের মধ্যেই সমস্ত আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হবে'।