বিরোধী দলনেতা আরও বলেন, "আমাদের কাছে বহু জায়গা থেকেই অসংখ্য ফোনে অভিযোগ আসছে এই বলে যে, পরীক্ষার্থীদের প্রশ্ন বলে দেওয়া হবে। তবে তার আগে ১০ লক্ষ টাকার কনট্রাক্ট করতে হবে। ৫ লক্ষ টাকা অগ্রিম দিলেই শনিবার রাতের মধ্যেই সেই প্রশ্ন হাতে পেয়ে যাবেন, উত্তরও লিখতে পারবেন। পরবর্তীকালে পরীক্ষায় পাশ করলে আরও পাঁচ লাখ টাকা দিতে হবে।"
advertisement
আরও পড়ুন, ইউনিয়ন কার হাতে থাকবে, পূর্ব মেদিনীপুরের কলেজে ধুন্ধুমার পরিস্থিতি
শুভেন্দু অধিকারী বলেন, "যদি এই ব্যবস্থার মাধ্যমে টেট পরীক্ষা হয়, তাহলে পরীক্ষা নেওয়ার কোনও মানেই হয় না। আমরা চাই মেধাযুক্ত পরীক্ষার্থীরা চাকরি পাক। বিগত দিনে টেট পরীক্ষার্থীরা কীভাবে প্রতারিত হয়েছেন, তা আদালতের নির্দেশে তদন্তেই স্পষ্ট হয়ে গেছে। ফের যদি একই রকম ব্যবস্থায় রবিবারের টেট পরীক্ষা হয়, তাহলে এই পরীক্ষার নেওয়ার কোনও মানেই হয় না।"
আরও পড়ুন, টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা
শনিবার হুগলী সাংগঠনিক জেলার চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির অধিকার সভায় অংশ নেন শুভেন্দু। সেখানেই সভা করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা।
