সেই কথা মনে করিয়ে রাজ্যের মুখ্যসচিবকে মনোজ পন্থকে আবারও চিঠি দিল নির্বাচন কমিশন। ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: দমদমে ছোট ড্রেনের ভিতর পড়ে আছে কাটা হাত… তুমুল চাঞ্চল্য! সামনে আসতেই রহস্যের চিচিংফাঁক
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিবের থেকে জানতে চাওয়া হয়েছে ইআরও, এইআরওদের সাসপেন্ড করার ব্যাপার এখনও কমিশনকে জানানো হল না কেন? তাঁদের সাসপেন্ডের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এই বিষয়ে আগামী ১১ তারিখ ৩ টের মধ্যে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের , এইআরওদের সাসপেন্ড করার কথা বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর ৯৬ ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য। সেই বিষয় জানতে চেয়ে মুখ্যসচিবকে ফের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন।