TRENDING:

মাত্র ৬ শতাংশ প্রার্থী দিতে পেরেছে বাম,পঞ্চায়েত মনোনয়নে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ সূর্যকান্তের

Last Updated:

মাত্র ৬ শতাংশ প্রার্থী দিতে পেরেছে বাম,পঞ্চায়েত মনোনয়নে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ সূর্যকান্তের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোটের আগে মনোনয়নেই যুদ্ধের আঁচ। বুধবার অশান্তি আরও তীব্র। মনোনয়ন বানচাল করতে জেলায় জেলায় বিরোধী কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। সব ক্ষেত্রেই অভিযুক্ত হলেও শাসক দল তা মানতে চায়নি। এহেন পরিস্থিতিতে শাসক দল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তুললেন সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর অভিযোগ, মনোনয়ন পত্র পেশ নিয়ে তৃণমূল ও বিজেপি আঁতাত হয়েছে ৷ বামেদের সঙ্গে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের হারের তুলনা করলেই তা প্রমাণ পাওয়া যাচ্ছে ৷ বামেদের মনোয়ন পত্র জমা দিতে দিচ্ছে না তারা ৷
advertisement

এদিনও ডায়মন্ডহারবারে মনোনয়ন পত্র জমা দিতে এসে বাধা পায় বাম নেতা-কর্মী ৷ এর প্রতিবাদে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম ৷ সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, ইতিমধ্যে তৃণমূলের ৬৫% প্রার্থী ও বিজেপির ২৫% প্রার্থী মনোনয়ন পেশ করলেও, সেখানে বামেদের মাত্র ৬% প্রার্থীই মনোনয়ন জমা দিতে পেরেছেন ৷ এতেই প্রমাণিত তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত আছে ৷ এখানেই শেষ নয় শাসক দল ও বিজেপির বিরুদ্ধে এই বাম নেতার তোপ, ‘মনোনয়নে বাধা দিলে গণডেপুটেশন জমা দেওয়া হবে ৷ ‘বামফ্রন্ট যেখানে প্রার্থী দিতে পারবে না ৷ সেখানে তৃণমূল-বিজেপি বিরোধী শক্তিকে সমর্থন করবে বামফ্রন্ট ৷’

advertisement

নির্বাচন কমিশনের ভূমিকাতেও ক্ষুব্ধ সূর্যকান্ত ৷ সরকারকে বিঁধে তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ ৷ কমিশনকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রেখেছে সরকার ৷ নবান্নই কার্যত ভোট পরিচালনা করছে ৷’

রাজ্যপালের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন সূর্যকান্ত মিশ্র ৷ তিনি বলেন, ‘রাজ্যপাল বিজেপির কথায় চলছেন ৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ এখন রাজ্যপালেরা আরএসএস ঘনিষ্ঠ ৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাত্র ৬ শতাংশ প্রার্থী দিতে পেরেছে বাম,পঞ্চায়েত মনোনয়নে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ সূর্যকান্তের