TRENDING:

ঘরে বসে ঠাকুর দেখুন এক ক্লিকেই, ব্যবস্থা রেখেছে সুরুচি সংঘ

Last Updated:

Suruchi Sangha Puja: করোনা আতঙ্ক না থাকলেও অনেকে যারা পুজোর সময় ভিড়ে সুরুচির ঠাকুর দেখতে পারবেন না বলে মনে মনে দুঃখ পাচ্ছিলেন, তাদের জন্যে এটা খানিকটা সুখবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভিড়ের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। মণ্ডপ, প্রতিমা, পুজোর যাবতীয় উপাচার এমনকি সেলিব্রিটি দর্শন। সবকিছুই দেখুন বাড়িতে বসে এক ক্লিকেই ! তৃতীয়া থেকেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে শহরের অন্যতম হাই প্রোফাইল, নামজাদা পুজো নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ। করোনা আতঙ্ক না থাকলেও অনেকে যারা পুজোর সময় ভিড়ে সুরুচির ঠাকুর দেখতে পারবেন না বলে মনে মনে দুঃখ পাচ্ছিলেন, তাদের জন্যে এটা খানিকটা সুখবর।
সুরুচির ঠাকুর দেখুন ঘরে বসেই
সুরুচির ঠাকুর দেখুন ঘরে বসেই
advertisement

পুজো উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ঘরে বসে মিলবে একেবারে মন্ডপেরই স্বাদ। কোনও ছোটখাটো মুহূর্ত বাদ দেওয়া হবে না ঘরে বসে থাকা মানুষদের জন্যে। যাতে কারও মনে না হয় সে প্যান্ডেলে নয়, বাড়িতে বসে ঠাকুর দেখছে। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে সুরুচি সঙ্ঘ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবটাই সম্প্রচারিত হবে। এছাড়া ফেসবুক লাইভ দেখা যাবে টানা। ২৪ ঘণ্টাই এই টানা লাইভ সম্প্রচারের জন্যে, চারটি ক্যামেরা বসানো হয়েছে। যার মাধ্যমে এই লাইভ দেখানো হবে।

advertisement

আরও পড়ুন: পঞ্চমীতে হাই কোর্টের সূত্রে কিডনি প্রাপ্তি পীযূষের, এই খবর মন ভাল করে দেবে

মাতৃবন্দনার কোনও কিছুই এতে বাদ যাবে না বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।এই পুজোর অন্যতম উদ্যোক্তা মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ও বহু বিদেশি এই মণ্ডপ দেখতে আসেন। গত দুই বছর করোনার কারণে তারা অনেকেই আসতে পারেন নি। ফলে তাদের কথা ভেবে আমরা এই লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবারও ডিজিটালি ঘরে বসেও যাতে এর স্বাদ সকলে নিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে অষ্টমীর দিনে অঞ্জলি পুজোয় শুধুমাত্র ক্লাবের সদস্য ও তাদের পরিবাররা সুযোগ পাবেন। কোন পরিবার কখন আসবেন তার শিডিউল আগে থেকেই ক্লাব জানিয়ে দেবে। সেই সময় অনুযায়ী তারা আসবেন। যাতে ভিড় না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু নিউ আলিপুরে একাধিক ব্লক আছে। তাই ব্লক ধরে ধরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত বছর সুরুচি সঙ্ঘে কোনও সিঁদূর খেলা হয়নি। এবার অবশ্য সে অর্থে কোনও বাধা নিষেধ থাকছে না বলেই জানাচ্ছেন উদ্যোক্তরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘরে বসে ঠাকুর দেখুন এক ক্লিকেই, ব্যবস্থা রেখেছে সুরুচি সংঘ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল