পার্ক সার্কাসের বাসিন্দা সারোগেট মাদার হন ৷ হাওড়ার এক পরিবারের সঙ্গে চুক্তি হয় ৷ একটি সন্তান হলে আড়াই লক্ষ টাকার চুক্তি ৷ যমজ সন্তানে ৩ লক্ষ টাকা দেওয়ার চুক্তি হয় ৷ তাঁকে আগাম আড়াই লক্ষ টাকা দেওয়া হয়েছিল ৷ হাসপাতালে ভর্তির সময় তাকে আড়াই লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয় ৷ মহিলার যমজ পুত্র ও কন্যা সন্তান হয় ৷ শুক্রবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল ৷ সন্তানদের নিতে যান প্রকৃত বাবা ও মা ৷ সব ঠিকই ছিল ৷ যমজ সন্তান হওয়ায় চুক্তি অনুযায়ী সারোগেট মাদারকে আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল ৷ নতুন নোটের টাকা না থাকায় সমস্যা শুরু হয় ৷ পুরনো নোটের ৫০ হাজার টাকার নেবেন না স্পষ্ট জানিয়ে দিলেন সারোগেট মা ৷ হাওড়ার পরিবার জানান, এখন ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী তাদের পক্ষে নতুন নোটে এত টাকা জোগাড় করতে পারেননি ৷
advertisement
কিন্তু সারোগেট মাদার পুরনো নোট নিতে অস্বীকার করেন ৷ নতুন নোটেই তার টাকা মেটাতে হবে বলে জানিয়ে দেন তিনি ৷ চেকেও টাকা নিতে অস্বীকার করেন তিনি ৷ এরপর ঝামেলা শুরু হয় দু’পক্ষের মধ্যে ৷ প্রথমে হাসপাতালে ও পরে হাসপাতালে থেকে বেড়িয়ে রাস্তার উপর দুই তরফের মধ্যে বচসা শুরু হতেই রাস্তার ভিড় জমে যায় ৷
রাস্তায় লোক জমা হওয়াতে সেখান থেকে দুই শিশুকে নিয়ে গাড়ি করে বেড়িয়ে যায় প্রকৃত বাবা মা ৷ এরপর খবর পেয়ে দুই পক্ষকে হাসপাতালে ডেকে পাঠায় পুলিশ ৷ সেখানে তাদের হতক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় ৷ ঠিক করা হয় চেকের মাধ্যমেই সারোগেট মাদারের বাড়তি টাকা দিয়ে দেওয়া হবে ৷