TRENDING:

কলেজ স্ট্রিটের ঘটনার তীব্র নিন্দা করে মুখ খুললেন সূর্যকান্ত মিশ্র

Last Updated:

এবিভিপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর । বিদ্যাসাগর কলেজে ভাঙা হয়েছে একাধিক আসবাব পত্র ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অমিত শাহের রোড-শো ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে কলেজ স্ট্রিট । এবিভিপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর । বিদ্যাসাগর কলেজে ভাঙা হয়েছে একাধিক আসবাব পত্র ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি।
advertisement

গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বাংলার বাইরে থেকে আমদানি করা বিজেপির গুন্ডা, এমনই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে । ঘটনার পর আজ বিদ্যাসাগর কলেজে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছেন,' যেভাবে আজ উত্তর কলকাতায় হিংসা ছড়ালো তার কঠোর নিন্দা করছি' । ঘটনার খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলা করার মতো বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্রও এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘‘রোড শো’কে কেন্দ্র করে আজ কলকাতার বুকে তৃণমূল ও বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে ৷ এই ধরণের বর্বরোচিত ঘটনার মধ্যে দিয়ে মানুষের সামনে আরও স্পষ্ট হলো বিজেপি ও তৃণমূলের চরিত্র। দু’পক্ষই দুষ্কৃতী জড়ো করেছিল, যাঁদের অনেকেই বহিরাগত। দু’দলের পক্ষ থেকেই উসকানিমূলক ও প্ররোচনমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দিক থেকেই ইটপাথর ছোঁড়া ও আগুন লাগানো হয়েছে ৷ হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে। এমনকি দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বিদ্যাসাগরের মূর্তিও। তৃণমূল ও বিজেপি এধরণের ঘটনার মাধ্যমে তীব্র মেরুকরণের রাজনীতি করে মানুষকে ভাগ করতে চাইছে। এই পরিস্থিতিতে মানুষকে ঐক্যবদ্ধ রাখা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব বামপন্থীদেরই নিতে হবে। অন্ধশক্তি যাতে পশ্চিমবঙ্গের সম্প্রীতির ঐতিহ্যকে ব্যাহত করতে না পারে তার জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনেরও দায়িত্ব রয়েছে স্বাধীনভাবে সমগ্র বিষয়টি খতিয়ে দেখা এবং ব্যবস্থা নেওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলেজ স্ট্রিটের ঘটনার তীব্র নিন্দা করে মুখ খুললেন সূর্যকান্ত মিশ্র