কলকাতা হাইকোর্টের নারদ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের ৭ জনপ্রতিনিধি। শীর্ষ আদালতে পাল্টা কৌশল হিসাবে ক্যাভিয়েট দায়ের করলেন দুই জনস্বার্থ মামলাকারী। সোমবার মামলা দাখিলের পর্ব চলার পর মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে আইনি লড়াই।
নারদে সুপ্রিম যুদ্ধ
-কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবেদন সুপ্রিম কোর্টের
advertisement
-আবেদন ৩ সাংসদ ও ৪ বিধায়কের
-মদন নিত্র ও ইকবাল আহমেদের করা মামলা গ্রহণ করল না আদালত
-আবেদনে পদ্ধতিগত ত্রুটি থাকায় গ্রহণ করা হয়নি
-- রাজ্যের করা মামলাও পদ্ধতিগত ক্রুটির জন্য গ্রহণ করেনি আদালত
-মঙ্গলবার নতুন করে আবেদন করবেন তাঁরা
-রাজ্যের হয়ে সওয়াল করবেন কংগ্রেস নেতা কপিল সিব্বল
শুভেন্দু অধিকারী, কাকলী ঘোষদস্তিদারের মতো সাংসদরা ছাড়াও মামলা দাখিল করেছেন শোভন চট্টোপাধ্যায়, ইকবাল আহমেদ, মদন মিত্ররা। এদের বেশ কয়েকজনকে ভিডিও ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছে।
সোমবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে টানটান উত্তেজনা। একের পর এক মামলা দায়ের। পালটা কৌশল হিসাবে আবেদনকারীদের ক্যাভিয়েট। মঙ্গলবার নারদা মামলায় শুনানি পর্ব শুরু হলেই স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের মনোভাব ।